১৪ নভেম্বর থেকে কাতারের দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া রাইজিং স্টার্স এশিয়া কাপের পাকিস্তান স্কোয়াডে রাখা হয়েছে তাকে। সুফিয়ানের পাশাপাশি ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে জাতীয় দলের হয়ে খেলা আরও চার ক্রিকেটারকে। রাইজিং এশিয়া কাপে পাকিস্তান শাহীনসকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ ইরফান খান।
সুফিয়ান ও ইরফানের বাইরে জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাজ ও মুবাশির খান। বাকিদের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগই পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পারফর্ম করেছেন। যেখানে রয়েছেন উবাইদ শাহ, মাজ সাদাকাত ও মোহাম্মদ নাইমের মতো ক্রিকেটাররা।
দোহার ওয়েস্ট ইন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে ২৩ নভেম্বর। ‘বি’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে রয়েছে ওমান, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়া ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, হংকং এবং শ্রীলঙ্কা।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই ওমানের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। তাদের পরের ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে, ১৬ নভেম্বর। গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে, ১৮ নভেম্বর। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের সেরা দুইটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে।
রাইজিং স্টার্স এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড— মোহাম্মদ ইরফান খান (অধিনায়ক), আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাজ, মাজ সাদাকাত, মোহাম্মদ ফাইক, মোহাম্মদ গাজী ঘুরি, মোহাম্মদ নাইম, মোহাম্মদ সালমান, মোহাম্মদ শাহজাদ, মুবাশির খান, সাদ মাসুদ, শহীদ আজিজ, সুফিয়ান মুকিম, উবাইদ শাহ এবং ইয়াসির খান।