শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

বাংলাদেশ
শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে না বাংলাদেশ
ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরে ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে লঙ্কা দ্বীপে খেলতে যাওয়া হচ্ছে না লিটন দাস-তানজিদ হাসান তামিমদের। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল আবেদিন ফাহিম।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের সঙ্গে সহ-আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কাও। বিশ্বকাপের আগে যাতে ক্রিকেটাররা ঠিকঠাক প্রস্তুতি নিতে পারেন সেজন্য জুলাই-আগষ্ট থেকে সরিয়ে নেয়া হয় এলপিএল। ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল ২৩ ডিসেম্বর।

যদিও আইসিসির শর্ত পূরণে ফ্র্যাঞ্চাইজিইভিত্তিক টুর্নামেন্টটি স্থগিত করতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপকে সামনে রেখে তিনটি স্টেডিয়ামের সংস্কার করছে এসএলসি। মূলত ভেন্যুর মান বাড়াতে স্টেডিয়ামগুলোর অবকাঠামো উন্নয়ন, আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, সম্প্রচারের সক্ষমতা বাড়ানো, মিডিয়া সেন্টারের আসন বৃদ্ধি নিয়ে কাজ করছে তারা।

এলপিএল স্থগিত করায় কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কাদের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে সংশয় তৈরি হয়েছে। ক্রিকেটারদের যাতে প্রস্তুতির ঘাটতি না থাকে এজন্য বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছিল শ্রীলঙ্কা। শুরুতে ইতিবাচক থাকলেও পরবর্তীতে ত্রিদেশীয় সিরিজটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

জানা গেছে, টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটারদের একটু বিশ্রাম দিতেই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। সিরিজটি নিয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘না, আমরা শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছি না। হচ্ছে না ওইটা।’

কদিন আগেই শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আগামী ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। আয়ারল্যান্ড সিরিজ শেষে ১৯ ডিসেম্বর থেকে বিপিএল খেলতে নামবেন লিটনরা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

আরো পড়ুন: বাংলাদেশ