ইংল্যান্ডকে বাগে পেয়েও হারাতে পারল না বাংলাদেশ
পাকিস্তানকে উড়িয়ে দিয়ে নারী বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে অল্প রানে গুটিয়ে গেলেও দারুণ লড়াই করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪ উইকেটের ব্যবধানে হারতে হয়েছে টাইগ্রেসদের। আগে ব্যাট করে ১৭৮ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ২৩ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।