বিশ্বকাপের ১৫ সদস্যের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন জস টাং, যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো অভিষেকের অপেক্ষায়। হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক তাকে দলে নিয়েছেন মূল বোলার হিসেবে।
আর্চার অ্যাশেজে দারুণ পারফরম্যান্স করেন। অ্যাডিলেডে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ৫৩ রান খরচ করে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নেন। ব্যাটেও অবদান রাখেন আর্চার, ১০২ রান করেছেন ২৫.৫০ গড়ে।
আর্চার বর্তমানে বার্বাডোজে সেরে উঠছেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি অবশ্য খেলা হবে না তার। তার জায়গায় ৫০ ওভারের ম্যাচের পর ব্রাইডন কার্স স্কোয়াডে থাকবেন। আর্চার ভারত পৌঁছাবেন ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিরুদ্ধে গ্রুপ সি ম্যাচের আগে।
স্কোয়াডে আরও পরিবর্তন এসেছে। উইল জ্যাকস এবং জ্যাক ক্রলি ফিরেছেন, তবে জর্ডান কক্স বা সাকিব মাহমুদের জায়গা হয়নি। জস টাং এ বছরের মেনস হান্ড্রেডে ১৪ উইকেট নিয়ে সেরা উইকেটশিকারি ছিলেন এবং অ্যাশেজে ১২ উইকেট নেন।
২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড সেমিফাইনাল খেলেছিল, ২০১০ ও ২০২২ সালে বিশ্বকাপ জিতেছিল।
ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফরের টি–টোয়েন্টি এবং বিশ্বকাপ প্রাথমিক স্কোয়াড)- হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার (শুধুমাত্র বিশ্বকাপ), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স (শুধু শ্রীলঙ্কা সফর), স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, ফিল সল্ট, জশ টং, লুক উড।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড (শ্রীলঙ্কা সফর)-
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জ্যাক ক্রাউলি, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট ও লুক উড।