
ওয়েবস্টার-ক্যারির হাফ সেঞ্চুরি, প্রথম দিনেই অল আউট অস্ট্রেলিয়া
গ্রেনাডা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে প্রত্যাশিত বড় সংগ্রহ গড়তে পারেনি অস্ট্রেলিয়া। তবে ১৫০ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা থেকে ঘুরে দাঁড়িয়ে প্যাট কামিন্সের দল অল আউট হয়েছে ২৮৬ রানে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা দলটির পক্ষে ইনিংস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বেউ ওয়েবস্টার এবং অ্যালেক্স ক্যারি।