পুরো আইপিএলে খেলতে পারবেন না ৫ ক্রিকেটার

আইপিএল
পুরো আইপিএলে খেলতে পারবেন না ৫ ক্রিকেটার
আইপিএল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আইপিএল নিলামে নাম লিখিয়েছেন মোট ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার। এর মধ্যে পাঁচজন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) জানিয়ে দিয়েছেন তারা পুরো আইপিএলে খেলতে পারবেন না। এরই মধ্যে এই পাঁচজনের নাম প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

এর মধ্যে আছেন অস্ট্রেলিয়ার অ্যাস্টন অ্যাগার তিনি ৬৫ শতাংশ ম্যাচে খেলতে পারবেন। আর উইলিয়াম সাদারল্যান্ড ৮০ শতাংশ। নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে ৯৫ শতাংশ ম্যাচে খেলতে পারবেন এবং সাউথ আফ্রিকার রাইলি রুশো ২০ শতাংশ ম্যাচে খেলতে পারবেন বলে জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার জশ ইংলিস এই তালিকার পঞ্চম নাম। গ্যাবায় চলমান অ্যাশেজ টেস্টে খেলতে থাকা ৩০ বছর বয়সী এই উইকেটকিপার–ব্যাটার বিসিসিআইকে জানিয়েছেন, তিনি আইপিএল ২০২৬–এ সর্বোচ্চ ২৫ শতাংশ ম্যাচ খেলতে পারবেন। অর্থাৎ চার ম্যাচের বেশি খেলা হবে না তার।

যদিও আইপিএলের নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তমূল্য রয়েছেন এই অজি ক্রিকেটার। আইপিএলের গত আসরে পাঞ্জাব কিংসের হয়ে ১১ ম্যাচে ২৭৮ রান করেছিলেন ইংলিস। গ্রুপ পর্বের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪২ বলে দুর্দান্ত ৭৩ রানের ইনিংস খেলে দলকে পয়েন্ট টেবিলের দুইয়ে তুলেছিলেন এই মারকুটে ব্যাটার।

এরপর কোয়ালিফায়ার–২তে ‘অপ্রতিরোধ্য’ জসপ্রিত বুমরাহর এক ওভারে ২০ রান তুলে পাঞ্জাবকে ফাইনালে তুলতেও বড় অবদান রাখেন। ইংলিসকে ছেড়ে দেওয়া পাঞ্জাব কিংসের জন্য ছিল একরকম শেষ মুহূর্তের সিদ্ধান্ত। রিকি পন্টিংয়ের দল তাকে ধরে রাখার কথাও ভেবেছিল।

কিন্তু ১৫ নভেম্বর, রিটেনশন ডেডলাইনের শেষ দিনে সিদ্ধান্ত বদলায়। কারণ, ইংলিস জানিয়েছেন—আইপিএলের সময়সূচি তার বিয়ের পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। ফলে কোনো দল তাকে নিলাম থেকে কিনলে তিনি পুরো মৌসুমে মাত্র দু’সপ্তাহের মতো সময় দিতে পারবেন।

অ্যাগারের ভিত্তিমূল্যও দুই কোটি রুপি, তবে তিনি কখনো আইপিএলে খেলেননি—ঠিক যেমন সাদারল্যান্ড, যার ভিত্তিমূল্য এক কোটি। নিউজিল্যান্ডের ৩৩ বছর বয়সী অ্যাডাম মিলনে আইপিএলে খেললেও গত তিন মৌসুমে কোনো দল তাকে নেয়নি; এবার তার ভিত্তিমূল্যও দুই কোটি।

আরো পড়ুন: আইপিএল