অধিনায়ককেই অবসরের সিদ্ধান্ত জানাতে ভুলে গিয়েছিলেন স্টার্ক

আন্তর্জাতিক
অধিনায়ককেই অবসরের সিদ্ধান্ত জানাতে ভুলে গিয়েছিলেন স্টার্ক
মিচেল মার্শ ও মিচেল স্টার্ক
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গত ২ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অজি পেসার মিচেল স্টার্ক। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র মাস পাঁচেক আগেই ২০ ওভারের এই ফরম্যাটটিকে বিদায় জানালেন তিনি। স্টার্কের এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছে গোটা ক্রিকেট দুনিয়া। যা অস্ট্রেলিয়ার জন্যও বড় ধাক্কা।

এমনকি স্টার্কের অবসরের খবরে বিস্মিত হয়েছেন খোদ অজি অধিনায়ক মিচেল মার্শ। ব্যক্তিগতভাবে মার্শকে কোনো খবর না দিয়েই অবসরের ঘোষণা দেন স্টার্ক। স্টার্কের অবসরের বিষয়টিও সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছেন মার্শ। তবে নিজের ভুল স্বীকার করেছেন স্টার্ক। জানিয়েছেন, অধিনায়ককে অবসরের সিদ্ধান্তের কথা জানাতে ভুলে গিয়েছিলেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্টার্ক বলেছেন, 'আমি ওদের জানিয়েছিলাম, কিন্তু জিজ্ঞেস করিনি (মতামত)। আমি রনির (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) সঙ্গে কথা বলেছিলাম এবং তারপর ওদের দু’জনকে বলেছিলাম যে আমি শেষ করে দিয়েছি। হ্যাঁ, এটাই ছিল। সম্ভবত আমার মিচিকে ফোন করা উচিত ছিল।'

এরপর মিচেল মার্শের কাছে ক্ষমা চেয়ে স্টার্ক আরও বলেন, 'আমার খারাপ লাগছিল, কারণ ও আমাকে টেক্সট করে বলেছিল যে সে ইনস্টাগ্রামের মাধ্যমে জেনেছে। তাই, এটা নিয়ে আমার খারাপ লেগেছিল। সরি, মিচি। আমি ক্যাপ্টেনকে (অবসরের সিদ্ধান্তের ব্যাপারে) বলিনি।'

টি-টোয়েন্টি থেকে অবসরে গেলেও ওয়ানডে ও টেস্টে মনোযোগী হতে চান স্টার্ক। ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে শিরোপা জেতাতে বড় অবদান রাখা এই বাঁহাতি পেসার মনে করেন আসন্ন ২০২৭ বিশ্বকাপে তার এখনো অনেক কিছু দেয়ার বাকি আছে।

১২৭ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে ২৪৪ উইকেট শিকার করা স্টার্ক বলেন, 'যদি ২০২৭ সালের পরিকল্পনায় না-ই থাকি, তবে জায়গা আটকে রাখা ঠিক হবে না। তবে আমি এখনো বিশ্বাস করি, ওয়ানডে দলে অনেক কিছু দিতে পারব।'

আরো পড়ুন: মিচেল মার্শ