অস্ট্রেলিয়া সিরিজে ভারত ‘এ’ দলের অধিনায়ক আইয়ার

আন্তর্জাতিক
অস্ট্রেলিয়া সিরিজে ভারত ‘এ’ দলের অধিনায়ক আইয়ার
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
লম্বা সময় ধরেই ভারতের টি-টোয়েন্টি দলে নেই শ্রেয়াস আইয়ার। সবশেষ আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে পারফর্ম করেও জাতীয় দলে ফিরতে পারেননি তিনি। ১৭ ম্যাচে ৫০.৩৩ গড় ও ১৭৫.০৭ স্ট্রাইক রেটে ৬০৪ রান করার পরও এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়নি ডানহাতি এই ব্যাটারকে। আইয়ারকে বাদ দেয়ার সিদ্ধান্তের জন্য সমালোচনার মুখে পড়তে হচ্ছে নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্টকে।

তাকে বাদ দেয়ার ব্যাখ্যায় অজিত আগারকার বলেছিলেন, ‘শ্রেয়াসের কথা বলতে গেলে আমাদেরকে বলতে হবে কার পরিবর্তে আমার তাকে নিব। আমি আবারও বলছি এখানে শ্রেয়াসেরও দোষ নেই, আমাদেরও দোষ নেই। আমরা কেবল ১৫ জনকে নিতে পারি। তাকে তাঁর সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।’

এশিয়া কাপে সুযোগ না পেলেও অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে হতে যাওয়া চারদিনের ম্যাচে ভারতের ‘এ’ দলের স্কোয়াডে আছেন আইয়ার। শুধু দলেই রাখা হয়নি ভারতকে নেতৃত্বও দেবেন তিনি। সবশেষ ইংল্যান্ড সফরের সময় চোটে পড়েছিলেন নীতিশ কুমার রেড্ডি। চোট কাটিয়ে ফিরেছেন তরুণ অলরাউন্ডারও।

ইংল্যান্ড সফরে ভারতের স্কোয়াডে থাকা প্রসিধ কৃষ্ণা, সাই সুদর্শন এবং অভিমন্যু ইশ্বরণকে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘এ’ দলের সিরিজে। ঋষভ পান্তের বদলি হিসেবে শেষ টেস্টের দলে সুযোগ পাওয়া নারায়ণ জগদিশানও আছেন স্কোয়াডে। জগদিশানের পাশাপাশি উইকেটকিপার ব্যাটার ধ্রুব জুরেলও আছেন।

চোটের কারণে দুলীপ ট্রফির কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারেননি তিনি। এদিকে এশিয়া কাপের স্কোয়াডে থাকা লোকেশ রাহুল ও মোহাম্মদ সিরাজকেও রাখা হয়েছে অজিদের বিপক্ষে। যদিও তারা দুজন কেবল মাত্র দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচে খেলবেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতির জন্যই তাদেরকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

পেস বোলিংয়ে প্রসিধের সঙ্গে থাকবেন খলিল আহমেদ, ইয়াশ ঠাকুর ও গুরনর ব্রার। এ ছাড়া অলরাউন্ডার নীতিশও পেস বোলিং করতে পারেন। স্পিনে মানব সুথারের সঙ্গে থাকছেন হার্শ দুবে ও তানুশ কোটিয়ান। ১৬ সেপ্টেম্বর লক্ষ্ণৌতে হবে প্রথম চারদিনের ম্যাচ। একই মাঠে ২৩ সেপ্টম্বর হবে দ্বিতীয় ও শেষ ম্যাচটি। এরপর তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।

ভারত ‘এ’ দলের স্কোয়াড— শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ইশ্বরন, নারায়ণ জগদিশান, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, দেবদূত পাডিকাল, হার্শ দুবে, আয়ুশ বাদোনি, নীতিশ রেড্ডি, তানুশ কোটিয়ান, প্রসিধ কৃষ্ণা, গুরনর ব্রার, খলিল আহমেদ, মানব সুথার, ইয়াশ ঠাকুর, লোকেশ রাহুল (দ্বিতীয় ম্যাচ), মোহাম্মদ সিরাজ (দ্বিতীয় ম্যাচ)

আরো পড়ুন: শ্রেয়াস আইয়ার