সিরিজ শুরুর আগেই ঘরে ফিরলেন ম্যাক্সওয়েল

আন্তর্জাতিক
সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ায় ফিরতে হলো ম্যাক্সওয়েলকে
গ্লেন ম্যাক্সওয়েল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ইনজুরিতে ছিটকে গেছেন দলটির অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তার জায়গায় দলে ঢুকেছেন উইকেটরক্ষক ব্যাটার জশ ফিলিপি।

মাউন্ট মঙ্গানুইয়ে অনুশীলনের সময় বোলিং করছিলেন ম্যাক্সওয়েল। মিচেল ওয়েলের একটি শট এসে লাগে তার ডান বাহুতে। তৎক্ষণাৎ তীব্র ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। পরে স্ক্যানে ধরা পড়ে তার কবজিতে চিড় ধরা পড়েছে। ফলে পুরো সিরিজ থেকেই ছিটকে যান তিনি।

অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স আগে থেকেই বিশ্রামে; ক্যামেরন গ্রিন ও ন্যাথান এলিসও নেই। সেইসঙ্গে জশ ইংলিশের ইনজুরি ও ম্যাক্সওয়েলের ছিটকে পড়া দলকে আরও দুর্বল করে দিল।

অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, 'ম্যাক্সওয়েল দেশে ফিরে গেছেন চিকিৎসার জন্য। বিশেষজ্ঞের পরামর্শের পরই বোঝা যাবে, কবে মাঠে ফিরতে পারবেন।'

ভারতের বিপক্ষে আসন্ন হোম সিরিজেও তার খেলা অনিশ্চিত, ফলে বিশ্বকাপ প্রস্তুতিতেও এটি বড় ধাক্কা হতে পারে। এদিকে ম্যাক্সওয়েলের জায়গায় দলে ঢোকা জশ ফিলিপি মূলত উইকেটরক্ষক ব্যাটার, অলরাউন্ডার নন।

মূল দলে জায়গা পেয়েছেন অ্যালেক্স ক্যারি, আর তার 'ব্যাকআপ' হিসেবেই রাখা হয়েছে ফিলিপিকে। ফিলিপি এর আগে অস্ট্রেলিয়ার হয়ে ৩টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। যদিও সাম্প্রতিক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স তেমন ভালো নয়।

১২ ইনিংসে গড় মাত্র ১২.৫০, স্ট্রাইক রেট ১০৯। তবে লাল বলে দারুণ ফর্মে আছেন তিনি। সম্প্রতি ভারত সফরে ‘এ’ দলের হয়ে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেছেন, ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিক রান করে চলেছেন।

আরো পড়ুন: গ্লেন ম্যাক্সওয়েল