রেকর্ড ভাঙার পরও স্টার্কের চোখে ওয়াসিম আকরামই সেরা

অ্যাশেজ
রেকর্ড ভাঙার পরও স্টার্কের চোখে ওয়াসিম আকরামই সেরা
ওয়াসিম আকরাম ও মিচেল স্টার্ক, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বামহাতি পেসারদের মধ্যে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করেছেন মিচেল স্টার্ক। ব্রিসবেনের গাব্বায় ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি বল টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে হ্যারি ব্রুক, বেন ডাকেট ও অলি পোপকে আউট করে তিনি এ সাফল্য অর্জন করেন। প্রথম দুই সেশনে তিন উইকেট নিয়ে স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে আরেকবার সামনে থেকে নেতৃত্ব অস্ট্রেলিয়ার এই পেসার।

এই অর্জনের মাধ্যমে স্টার্ক ছাড়িয়ে যান পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার ওয়াসিম আকরামকে। আকরামের ৪১৪ উইকেটকে পেছনে ফেলে স্টার্ক এখন অনন্য উচ্চতায়। ১০২ ম্যাচে ২৬.৫৩ গড়ে এসব উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে, আকরাম ১০৪ টেস্টে ২৩.৬২ গড়ে নিয়েছিলেন ৪১৪ উইকেট।

এই অর্জনকে স্বাগত জানিয়ে ওয়াসিম আকরাম সামাজিক যোগাযোগমাধ্যমে স্টার্ককে অভিনন্দন জানান। তিনি লিখেছেন, 'সুপার স্টার্ক! তোমার কঠোর পরিশ্রমই তোমাকে আলাদা করেছে। আমার রেকর্ড ভাঙা সময়ের ব্যাপার ছিল মাত্র। আমি খুশি যে তুমি এটি করতে পেরেছো। ভালো থেকো এবং ক্যারিয়ারে আরও উচ্চতায় পৌঁছাও।'

দিনের খেলা শেষে স্টার্ক বলেন, 'না, আমি নিজেকে গ্রেটেস্ট অব অল টাইম বলব না। পরে এসব নিয়ে ভাবব। ওয়াসিম এখনো আমার চেয়ে অনেক ভালো বোলার। আমার কাছে তিনি এখনো বাঁহাতি পেসারদের মধ্যে শীর্ষে, আর ক্রিকেটের সেরা বোলারদের একজন। তাঁর পাশে আমার নাম উচ্চারিত হচ্ছে, এটা ভালো। তবে আমি শুধু চেষ্টা করে যাব।'

রেকর্ড ভাঙার পর স্টার্ক চলমান অ্যাশেজ সিরিজে তার দ্বিতীয় পাঁচ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফাইফার। তিনি ডাকেট, পোপ, ব্রুক, উইল জ্যাকস ও গাস অ্যাটকিনসনকে আউট করে ম্যাচে নিজের আধিপত্য আরও বিস্তার করেন।

স্টার্কের ধারাবাহিক সাফল্য অস্ট্রেলিয়ার গোলাপি বলের ম্যাচে প্রতিবারই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নরম বল নিয়ন্ত্রণ ও সুইং কাজে লাগানোর দক্ষতা তাকে এ ফরম্যাটে আরও কার্যকর করে তুলেছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও তার পারফরম্যান্সও দলকে অ্যাশেজ জয়ের স্বপ্ন দেখাচ্ছে।

আরো পড়ুন: মিচেল স্টার্ক