‘নতুন’ চোটে হ্যাজেলউড

অ্যাশেজ
‘নতুন’ চোটে হ্যাজেলউড
জশ হ্যাজেলউড, ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
হ্যামস্ট্রিংয়ের চোটে পার্থে প্রথম টেস্টে খেলতে পারেননি জশ হ্যাজেলউড। একই চোটে খেলা হচ্ছে না গোলাপি বলের ব্রিসবেন টেস্টেও। তৃতীয় টেস্টে ফেরার সম্ভাবনা থাকলেও সেটা শেষ পর্যন্ত হচ্ছে না। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠার আগেই নতুন চোটে পড়েছেন ডানহাতি এই পেসার। পেশির ব্যথায় অ্যাশেজে ফেরার অপেক্ষা বাড়ছে হ্যাজেলউডের।

ভারতের বিপক্ষে সিরিজের শেষ তিন টি-টোয়েন্টি না খেলে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলতে গিয়েছিলেন হ্যাজেলউড। সেই ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মাঠ ছেড়েছিলেন অস্ট্রেলিয়ান এই পেসার। পরবর্তীতে স্ক্যান করানো হলেও সেখানে তেমন কোনো সমস্যা ধরা পড়েনি। প্রথম টেস্টে তাই হ্যাজেলউডের খেলা নিশ্চিতই ছিল। ফলো-আপ স্ক্যান অবশ্য স্বস্তি কমিয়েছে অস্ট্রেলিয়ার।

লো-গ্রেড পেশির চোট অর্থাৎ হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তিনি। তারপর থেকেই চোট কাটিয়ে ফেরার চেষ্টা করছেন হ্যাজেলউড। গত সপ্তাহে সিডনিতে অল্প গতিতে বোলিং করেছেন তারকা এই পেসার। তবে নতুন করে পেশির ব্যথা অনুভব করায় সমস্যা বেড়েছে অজিদের। মেলবোর্ন ও সিডনিতে ফেরার স্বপ্ন দেখলেও সেটার সম্ভাবনা আছে কিনা সেটা নিয়ে সংশয় আছে অনেকের।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক সময়ে পড়া হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া চলাকালীন পেশির চোটের কথা জানিয়েছেন জশ হ্যাজেলউড। এটা লো-গ্রেড ইস্যু এবং আশা করা যাচ্ছে সে রানিংয়ে এবং আগামী সপ্তাহে বোলিংয়ে ফিরবে।

২০২২-২৩ মৌসুমে প্রথম টেস্টের আগে সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন হ্যাজেলউড। পরবর্তীতে প্রথম তিন টেস্টেই খেলতে পারেননি তিনি। জানুয়ারিতে ফিরলেও পেশির চোট অনুভব করেছিলেন ডানহাতি এই পেসার। ২০২৩ সালে পুরো ভারত সফর মিস করেছিলেন অস্ট্রেলিয়ান তারকা। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারেননি তিনি।

গত গ্রীষ্মেও সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন ডানহাতি এই পেসার। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি তিনি। কিন্তু তৃতীয় টেস্টে ব্রিসবেনে ফেরার পর মাসলের চোটে পড়েন এবং শেষ দুই টেস্ট মিস করেন। আইপিএলের মাঝ পথে ফেরার আগে শ্রীলঙ্কা সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করেন হ্যাজেলউড।

আরো পড়ুন: অ্যাশেজ