টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সীমা চূড়ান্ত, ৭ ফেব্রুয়ারি শুরু, ফাইনাল ৮ মার্চ

আন্তর্জাতিক
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সীমা চূড়ান্ত, ৭ ফেব্রুয়ারি শুরু, ফাইনাল ৮ মার্চ
ভারত-বাংলাদেশ ম্যাচের একাংশ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আগেই জানা গেছে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মার্চে। এবার ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে ৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ফাইনাল হতে পারেন ৮ মার্চ। ২০ দলের এই বিশ্বকাপ শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিত হবে।

ভারতের পাঁচটি ভেন্যু ও শ্রীলঙ্কার অন্তত দুটি ভেন্যুতে খেলা হবে। তবে ফাইনাল আহমেদাবাদ নাকি কলম্বোতে অনুষ্ঠিত হবে এই ব্যাপারটি নির্ভর করছে পাকিস্তানের ওপর। তারা সেমি ফাইনাল বা ফাইনালে উঠলেও ভারতে খেলবে না। আগামী ৩ বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেবে না পাকিস্তান।

যদিও আইসিসি এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে অংশগ্রহণকারী দেশগুলোকে এরই মধ্যে বিশ্বকাপের উইন্ডো জানিয়ে দেয়া হয়েছে। বিশ্বকাপের গ্রুপিং থাকছে আগের দুই বিশ্ব আসরের মতোই।

২০ দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপ থেকে দুটি দল খেলবে সুপার এইডে। এরপর সেখানে তারা একে অপরের মুখোমুখি হবে একবার করে। সেখানে ৮ দল খেলবে দুই গ্রুপে। সেখান থেকে দুটি দল অংশ নেবে সেমি ফাইনালে।

ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে অংশ নেবে। বার্বাডোসে তারা সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছিল। পুরো টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ১৫টি দল বিশ্বকাপে নিজেদের খেলা নিশ্চিত করেছে।

এর মধ্যে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আছে, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি। ইতালি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে।

আরো পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ