নট আউট কোহলি, স্মিথ বললেন, ‘১০০ ভাগ আউট ছিল’
মেলবোর্নে যশস্বী জয়সাওয়ালকে আউট দিয়েছিলেন তৃতীয় আম্পয়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তবে বেশিরভাগ ভারতীয়দের মনে করেন সেদিন নট আউট ছিলেন তরুণ এই ওপেনার। যার ফলে দর্শক ও ভারতের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলাদেশের শরফুদ্দৌলাকে। সেই রেশ কাটতে না কাটতেই বিরাট কোহলিকে নট আউট দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জোয়েল উইলসন। তৃতীয় আম্পায়ার নট আউট দিলেও স্টিভ মনে করেন, শতভাগ আউট ছিলেন কোহলি।