ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বর্ষসেরার মনোনয়ন পেলেন ৮ ক্রিকেটার
ছবি: আইসিসির বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের জন্য মনোনয়ন পেয়েছেন ৮ ক্রিকেটার
২০২৪ সালে ভারতের হয়ে ১৮ টি-টোয়েন্টি খেলেছেন আর্শদীপ। সাড়ে ১৩ গড়ে ৩৬ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে ১২.৬৪ গড়ে নিয়েছিলেন ১৭ উইকেট। এমন পারফরম্যান্সের জেরেই বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হওয়ার মনোনয়ন পেয়েছেন তিনি। সেরা চারের তালিকায় একমাত্র বোলার হিসেবে আছেন কেবল আর্শদীপ।
বাকি তিন জনের মাঝে রাজা অলরাউন্ডার আর হেড-বাবর দুজনই ব্যাটার। জিম্বাবুয়ের জার্সিতে ২৪ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ২৮.৬৫ গড়ে ৫৭৩ রান করেছেন রাজা। এ ছাড়া বোলিংয়ে ২৪ উইকেট নিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার। অবিশ্বাস্য অলরাউন্ড পারফরম্যান্সে সেরা হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই আছেন তিনি। বছরজুড়ে পাকিস্তান ভালো করতে না পারলেও ব্যাট হাতে টি-টোয়েন্টিতে রান পেয়েছেন বাবর।
পাকিস্তানের হয়ে ২৪ টি-টোয়েন্টিতে ৩৩.৫৪ গড় ও ১৩৩.২১ স্ট্রাইক রেটে ৭৩৮ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। পাকিস্তানের সাবেক অধিনায়ক ছয়টি হাফ সেঞ্চুরিও করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে ১৫ ম্যাচ খেলা হেড ৩৮.৫০ গড় ও ১৭৮.৪৭ স্ট্রাইক রেটে ৫৩৯ রান করেছেন। সবশেষ বিশ্বকাপেও দেড়শর বেশি স্ট্রাইক রেটে ২৫৫ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটার।
টি-টোয়েন্টির মতো ওয়ানডের বর্ষসেরার মনোনয়ন পাওয়া চার ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি। যেখানে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কুশাল মেন্ডিসের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড ও আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই । ক্যারিবীয় জার্সিতে ২০২৪ সালটা রঙিন করে রেখেছেন রাদারফোর্ড। ৯ ম্যাচের ৭ ইনিংসে ১০৬.২৫ গড় ও ১২০.০৫ স্ট্রাইক রেটে করেছেন ৪২৫ রান।
সাম্প্রতিক সময়ে ব্যাটে-বলে দারুণ সময় পার করছেন ওমরজাই। চলতি বছরে ১৪ ওয়ানডেতে ৫২.১২ গড় ও ১০৫.৫৬ স্ট্রাইক রেটে ৪১৭ রান করেছেন। তিনটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিও করেছেন আফগান এই অলরাউন্ডার। বোলিংয়ে ওমরজাইয়ের শিকার ১৭ উইকেট। যেখানে ওভারপ্রতি মাত্র ৪.৯০ রান দিয়েছেন ওমরজাই। শ্রীলঙ্কার হয়ে এবছর মাত্র ১০ ওয়ানডে খেলেছেন হাসারাঙ্গা।
তারকা এই লেগ স্পিনার ৫.৩৬ ইকনোমি রেটে ২৬ উইকেট নিয়েছেন। এ ছাড়া ব্যাটিংয়ে ৮৭ রান করেছেন লঙ্কান এই অলরাউন্ডার। দলটির আরেক ক্রিকেটার কুশল মেন্ডিস ১৭ ইনিংসে ৫৩ গড়, ৯০.৫৯ স্ট্রাইক রেট, এক সেঞ্চুরি ও ছয় হাফ সেঞ্চুরিতে ৭৪২ রান করেছেন। এ ছাড়া উইকেটের পেছনে গ্লাভস হাতে ১৯টি ডিসমিসাল করেছেন কুশল মেন্ডিস।