সিডনি টেস্টে বাদ পড়লেন মার্শ, অভিষেক হচ্ছে ওয়েবস্টারের
ছবি: মিচেল মার্শ (বামে), বেউ ওয়েবস্টার (ডানে), ফাইল ফটো
চলতি সিরিজে ব্যাট-বল হাতে একেবারেই বাজে সময় কেটেছে মার্শের। গোটা সিরিজে চার ম্যাচে মোটে ৭৩ রান করেছেন তিনি। গড় ২০ এর কম। এর মধ্যে কেবল একবারই দশ রানের গণ্ডি পেরোতে পেরেছেন তিনি।
এ ছাড়া বল হাতেও সেভাবে কিছু করত পারেননি মার্শ। সিরিজের প্রথম টেস্টের পর সেভাবে বল হাতে নিতেও দেখা যায়নি এই অলরাউন্ডারকে। এ কারণেই দল থেকে বাদ পড়তে হচ্ছে তাকে। এমন স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্যাট কামিন্স।
অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, 'একটি পরিবর্তন হয়েছে। মার্শ বাদ পড়তে যাচ্ছে এবং বেউ ওয়েবস্টারের অভিষেক হচ্ছে। এই সিরিজে রান করতে পারলে এবং উইকেট নিতে পারলে মার্শের ভালো লাগত, কিন্তু এই সিরিজে সে কিছুই পায়নি। আমাদের মনে হয়েছে দলে নতুনত্ব দরকার। স্কোয়াডের সঙ্গে বেউ আছে, আমরা জানি দলের জন্য সে কী করতে পারবে। আমাদের মনে হয়েছে এই সপ্তাহে বেউর সুযোগ পাওয়া উচিত।'
দল থেকে বাদ পড়ার বার্তা অবশ্য বেশ ইতিবাচকভাবেই নিয়েছেন মার্শ। উল্টো ওয়েবস্টারের দারুণ অভিষেকের প্রত্যাশা করছেন তিনি। দল থেকে বাদ পড়লেও অচিরেই মার্শ দলে ফিরবেন বলে প্রত্যাশা কামিন্সের।
তিনি বলেন, 'অবশ্যই মার্শ বুঝতে পেরেছে। সে না বোঝার মতো এখানে কিছুই নেই। সে জানে এই সিরিজে সে রান করতে পারেনি আবার উইকেটও পায়নি। বেউর অভিষেক হবে জেনে সে খুশি হয়েছে। এটা শুনে প্রথমেই সে বলেছে, 'বেউ মাঠে নামবে এবং দারুণ খেলবে, এটা দেখতে আমার তর সইছে না।' এখন আমাদের মনে হচ্ছে বেউ খেলবে, তবে এর মানে এই নয় যে মার্শ আর ফিরতে পারবে না।'