promotional_ad

সিডনি টেস্টে বাদ পড়লেন মার্শ, অভিষেক হচ্ছে ওয়েবস্টারের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মিচেল মার্শ (বামে), বেউ ওয়েবস্টার (ডানে), ফাইল ফটো
বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিডনি টেস্টের জন্য ঘোষিত এই একাদশ থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ। তার জায়গায় অভিষেক হতে যাচ্ছে বেউ ওয়েবস্টারের।

promotional_ad

চলতি সিরিজে ব্যাট-বল হাতে একেবারেই বাজে সময় কেটেছে মার্শের। গোটা সিরিজে চার ম্যাচে মোটে ৭৩ রান করেছেন তিনি। গড় ২০ এর কম। এর মধ্যে কেবল একবারই দশ রানের গণ্ডি পেরোতে পেরেছেন তিনি।  


এ ছাড়া বল হাতেও সেভাবে কিছু করত পারেননি মার্শ। সিরিজের প্রথম টেস্টের পর সেভাবে বল হাতে নিতেও দেখা যায়নি এই অলরাউন্ডারকে। এ কারণেই দল থেকে বাদ পড়তে হচ্ছে তাকে। এমন স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্যাট কামিন্স।


promotional_ad

অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, 'একটি পরিবর্তন হয়েছে। মার্শ বাদ পড়তে যাচ্ছে এবং বেউ ওয়েবস্টারের অভিষেক হচ্ছে। এই সিরিজে রান করতে পারলে এবং উইকেট নিতে পারলে মার্শের ভালো লাগত, কিন্তু এই সিরিজে সে কিছুই পায়নি। আমাদের মনে হয়েছে দলে নতুনত্ব দরকার। স্কোয়াডের সঙ্গে বেউ আছে, আমরা জানি দলের জন্য সে কী করতে পারবে। আমাদের মনে হয়েছে এই সপ্তাহে বেউর সুযোগ পাওয়া উচিত।'


দল থেকে বাদ পড়ার বার্তা অবশ্য বেশ ইতিবাচকভাবেই নিয়েছেন মার্শ। উল্টো ওয়েবস্টারের দারুণ অভিষেকের প্রত্যাশা করছেন তিনি। দল থেকে বাদ পড়লেও অচিরেই মার্শ দলে ফিরবেন বলে প্রত্যাশা কামিন্সের।


তিনি বলেন, 'অবশ্যই মার্শ বুঝতে পেরেছে। সে না বোঝার মতো এখানে কিছুই নেই। সে জানে এই সিরিজে সে রান করতে পারেনি আবার উইকেটও পায়নি। বেউর অভিষেক হবে জেনে সে খুশি হয়েছে। এটা শুনে প্রথমেই সে বলেছে, 'বেউ মাঠে নামবে এবং দারুণ খেলবে, এটা দেখতে আমার তর সইছে না।' এখন আমাদের মনে হচ্ছে বেউ খেলবে, তবে এর মানে এই নয় যে মার্শ আর ফিরতে পারবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball