ব্রিসবেনে ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

অ্যাশেজ
ব্রিসবেনে ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
স্টিভ স্মিথের সঙ্গে তর্কে জফরা আর্চার
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
‘যখন কিছু করার নেই তখন জোরে বল করো’, জফরা আর্চারের গতিময় বাউন্সারে হুক করলেন স্টিভ স্মিথ! তবে ব্যাটে-বলে ঠিকঠাক করতে পারেননি তিনি। টপ এজ হলেও চার পাওয়ার জন্য সেটাই যথেষ্ট ছিল। উইকেটকিপারের মাথার উপর দিয়ে চার মেরে আর্চারকে উদ্দেশ্য করে এমন মন্তব্যই করেন স্মিথ। দুজনের এমন কথার লড়াইয়ের শুরুটা হয়েছে আগের বলে। আর্চারের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করে স্কয়ার লেগ দিয়ে চার মারেন স্মিথ। ইংলিশ পেসার খানিকটা এগিয়ে গিয়ে স্মিথকে কিছু একটা বলার চেষ্টা করলেন।

জবাব দিতে সময় নিলেন না অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়কও। নন স্ট্রাইক প্রান্তে থাকা জেইক ওয়েদার‌্যান্ডকে কথা বলে দুজনকেই সামলানোর চেষ্টা করলেন। কথার লড়াই থামানো গেলেও মাঠের লড়াইয়ে স্মিথকে আটকানো গেল না। আর্চারের ওই ওভারে দুই চারের সঙ্গে হুক শটে মারলেন ছক্কাও। পরের ওভারে গাস অ্যাটকিনসনকে ছক্কা মেরে স্মিথ নিশ্চিত করেছেন জয়ও। সমান দুইটি করে ছক্কা ও চারে মাত্র ৯ বলে অস্ট্রেলিয়ার ডানহাতি ব্যাটার খেললেন ২৩ রানের ক্যামিও। ব্রিসবেনে ইংল্যান্ডকে ৮ উইকেট হারিয়ে অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

৬ উইকেটে ১৩৪ রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামেন উইল জ্যাকস ও বেন স্টোকস। ব্রিসবেনে ইনিংস হার এড়াতে তখনো ৪৩ রান করতে হতো সফরকারীদের। এমন সময় বাজবল বাদ দিয়ে দেখেশুনে ব্যাটিং করতে থাকেন তারা দুজন। সাবধানী ব্যাটিংয়ে দিনের প্রথম সেশনটা বেশ ভালোভাবেই কাটিয়ে দেন ইংলিশ দুই ব্যাটার। ইনিংস হার এড়ানোর পাশাপাশি লিডও নিয়ে নেয় ইংল্যান্ড।

দ্বিতীয় সেশনে ফিরে জ্যাকসের উইকেট নিয়ে ৯৬ রানের জুটি ভাঙেন মাইকেল নেসার। ডানহাতি পেসারের বলে পঞ্চম স্টাম্পের গুড লেংথ ডেলিভারিতে এজ হয়ে স্মিথকে ক্যাচ দিয়েছেন তিনি। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন স্মিথ। ৯২ বলে ৪১ রান করে ফেরেন জ্যাকস। একটু পর ১৪৮ বলে হাফ সেঞ্চুরি করেছেন স্টোকস। পঞ্চাশ ছোঁয়ার পর দ্রুতই ফেরেন ইংল্যান্ডের অধিনায়ক।

নেসারের অফ স্টাম্পের বাইরের এজ হয়ে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়েছেন ৫০ রান করা স্টোকস। দ্রুতই আউট হয়েছেন অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে অল আউট হয় ইংল্যান্ড। স্বাগতিক অস্ট্রেলিয়ার হয়ে ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন নেসার। এ ছাড়া দুইটি করে উইকেট নিয়েছেন স্কট বোল্যান্ড ও মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার জন্য লক্ষ্য দাঁড়ায় ৬৫ রান।

জয়ের জন্য সহজ লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৩৭ রান তোলে অস্ট্রেলিয়া। ইনিংসের ষষ্ঠ ওভারে অ্যাটকিনসনের গুড লেংথ ডেলিভারিতে বোল্ড হয়েছেন ২২ বলে ২২ রান করা ট্রাভিস হেড। তিনে নামা মার্নাশ ল্যাবুশেন ফিরেছেন দ্রুতই। অ্যাটকিনসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ৩ রানে। পরবর্তীতে ওয়েদার‌্যান্ড ১৭ ও স্মিথ ২৩ রান করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: অ্যাশেজ