promotional_ad

ট্রাভিস হেডের অধিনায়ককে উড়িয়ে আনছে খুলনা

সৈয়দ সামি
উইল বসিস্তো, ক্রিকেট অস্ট্রেলিয়া
২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। অজিদের সেই দলের অধিনায়ক ছিলেন উইল বসিস্তো। আগে ব্যাট করে ১৭১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। সৌম্য সরকার খেলেছিলেন ৭১ রানের ইনিংস।

promotional_ad

এই ম্যাচটি আলোচনায় ছিল মূলত সৌম্য জিমি পিয়ারসনকে মানকাড করে আউট করার কারণে। এই ম্যাচে শেষ পর্যন্ত ৫ উইকেটে জয় পেলেও এই আউট ছিল আলোচনায়। পিয়ারসন যখন মানকাড হয়ে ফিরছিলেন স্ট্রাইকিং প্রান্তে ছিলেন বসিস্তো। 


সেখান থেকেই দেখেছিলেন সতীর্থের অসহায় আউটের দৃশ্য। সেই দলটির অনেক ক্রিকেটারই খেলেছেন পরবর্তীতে জাতীয় দলে। তবে বর্তমান সময়ে যাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় হয় তাদেরই একজন ট্রাভিস হেড। সেই ম্যাচে হেড করেছিলেন ৪৪ রান।


সেই দলের ক্যামেরন বেনক্রফট কুখ্যাত বল টেম্পারিংয়ের কারণে সাড়া বিশ্বেই আলোচিত। অ্যাস্টন টার্নারও খেলেছেন জাতীয় দলে। ম্যাচটিতে বসিস্তোর ব্যাট থেকে আসে অপরাজিত ৭১ রানের ইনিংস। সেই বসিস্তোই এবার খেলতে আসছে বিপিএলে। 


promotional_ad

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে রাজধানীর একটি হোটেলে উন্মোচন করা হয়েছে খুলনা টাইগার্সের বিপিএলের জার্সি। সেখানে উপস্থিত ছিলেন দলটির একঝাঁক ক্রিকেটার। সেখানেই অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।


জার্সি উন্মোচন শেষে ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে দলটির প্রধান কোচ তালহা জুবায়ের জানিয়েছেন, আগামী কালই দলটির সঙ্গে যোগ দিচ্ছেন উইল বসিস্তো। সেই সঙ্গে পুরো মৌসুমেই পাওয়া যাবে মোহাম্মদ নাওয়াজ, ওশানে থমাস, সালমান ইরশাদ ও ডারউইশ রাসুলীকে।


তিনি বলেছেন, 'নাওয়াজকে আমরা পাচ্ছি পুরো মৌসুমের জন্য। ওশানে থমাস থাকছে। সালমান ইরশাদ থাকছে। ইব্রাহীম জাদরান তিনটি ম্যাচ খেলে চলে যাবে। ডারউইশ রাসুলী পুরো মৌসুমে আছে। উইল বসিস্তো আসছে। সে ট্রাভিস হেডদের সময়ে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিল। চমৎকার ফর্মে আছে। আগামী কালকেই সে আসবে। কেউ যদি অ্যাভেইএবল থাকে আরও বড় নাম আনার ইচ্ছে আছে।'


যুব দলে আলো ছড়ানো বসিস্তো অস্ট্রেলিয়ার ক্রিকেটে এখন আর বড় নাম নয়। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বেশ ভালোই ফর্মে আছেন বসিস্তো। সর্বশেষ ৬ ইনিংসের মধ্যে তার দুটি হাফ সেঞ্চুরি রয়েছে। একটি ইনিংস ৬৬ রানের। আর আরেকটি ৫২। আরেক ম্যাচে হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে থেকে ফিরেছেন ৪৪ রানে। এর মধ্যে অফ স্পিন বোলিংয়ে এক ম্যাচে নিয়েছেন ২৮ রানে ৬ উইকেটও। এবার তাকে নিয়ে চমক দেখাতে চায় খুলনা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball