‘রিজিকে ছিল না তাই বিগ ব্যাশ খেলা হয়নি’
বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসানের। মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে অস্ট্রেলিয়ার টুর্নামেন্টে খেলেছেন বদলি হিসেবে। ফলে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশের ড্রাফট থেকে দল পেয়েছিলেন রিশাদ হোসেন। তরুণ এই লেগ স্পিনারকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। দল পেলেও খেলতে পারবেন কিনা সেই শঙ্কা ছিল তখন থেকেই।