সরে দাঁড়ানো মানেই অবসর নয়: রোহিত

অস্ট্রেলিয়ায় রোহিত শর্মা, ফাইল ফটো
সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিলেও টেস্ট ক্রিকেট থেকে এখনই বিদায় নেননি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা। সময়ের প্রয়োজনে সরে দাঁড়ালেও এটিই চূড়ান্ত নয় বলে নিশ্চিত করেছেন ভারতের অধিনায়ক।

promotional_ad

সাম্প্রতিক সময় ব্যাট হাতে একেবারেই বাজে সময় পার করছেন রোহিত। এই সিরিজে কেবল তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তিন টেস্ট মিলিয়ে করেন মোটে ৩১ রান। ভারত হেরে গেছে এই তিন টেস্টের দুটিতেই।


আরো পড়ুন

২০২৭ বিশ্বকাপে রোহিত-কোহলির জায়গা পাওয়া কঠিন হবে, মনে করেন গাঙ্গুলি

২২ জুন ২৫
ফাইল ছবি

এই সফরের আগে দেশের মাঠে টানা দুটি সিরিজেও রান পাননি রোহিত। বাংলাদেশের বিপক্ষে সিরিজে চার ইনিংসে তার রান ছিল ৪২। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া সিরিজে ছয় ইনিংসে ছিল ৯১।


নিজেকে সিডনি টেস্ট থেকে সরিয়ে নেয়া প্রসঙ্গে রোহিত বলেন, 'সিদ্ধান্তটি কঠিন ছিল অবশ্যই। তবে সব পারিপার্শ্বিকতা মাথায় রেখে, এটা বোধসম্পন্ন একটা সিদ্ধান্ত ছিল। খুব বেশি দূরে তাকাচ্ছি না আমি। এই মুহূর্তে দলের যেটা দরকার, সেটাই ভাবনায় ছিল। অন্য কিছু (অবসর) নয়।'


promotional_ad

'এই সিদ্ধান্ত কোনো অবসর নয় কিংবা এমন নয় যে খেলা থেকে সরে যাচ্ছি। এই ম্যাচ থকে সরে গেছি, কারণ ব্যাটে রান আসছে না। তবে পাঁচ মাস পর বা দুই মাস পর রান আসবে না, এই নিশ্চয়তা তো নেই! যথেষ্ট ক্রিকেট দেখেছি জীবনে এবং জানি যে, সবকিছু প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি দিন বদলায়।'


আরো পড়ুন

রাসেলের ব্যাট দিয়ে ১১ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলেন ডেভিড

১৮ ঘন্টা আগে
টিম ডেভিড, ফাইল ফটো

ভারতকে ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে সেই ফরম্যাটকে বিদায় বলেছিলেন রোহিত। তবে টেস্ট থেকে এখনই সরে যেতে চান না বলেই ইঙ্গিত দিয়েছেন এই ওপেনার।


তিনি আরও বলেন, 'আমার আত্মবিশ্বাস আছে যে, পরিস্থিতি বদলাতে পারে। পাশাপাশি জীবনে বাস্তবতাও বুঝতে হবে। কোন লোক ভেতরে মাইক্রোফোন নিয়ে বসে আছে বা ল্যাপটপ কিংবা কলম নিয়ে বসে আছে, তারা কী লিখছে বা বলছে, এসব দিয়ে আমাদের জীবন বদলাতে পারে না।'


'এত বছর ধরে খেলাটা খেলছি। লোকে তাই সিদ্ধান্ত নিতে পারে না যে, আমরা কবে চলে যাব বা কখন খেলব না কিংবা কখন বাইরে থাকতে হবে বা অধিনায়কত্ব করতে হবে। আমি বোধসম্পন্ন পরিণত একজন মানুষ, দুই বাচ্চার বাবা। কাজেই আমি জানি, জীবনে কখন কোনটি দরকার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball