পিঠের চোটে ভুগছেন বুমরাহ
ছবি: ৫ ম্যাচে ৩২ উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরাহ
সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে দুই স্পেলে মাত্র ছয় ওভার বোলিং করেছেন বুমরাহ। যদিও প্রত্যাশিত গতিতে বোলিং করতে পারছিলেন না তিনি। লাঞ্চের পর যখন আবার বল হাতে তুলে নেন তখনও প্রায় একই চিত্র দেখা যায়। এমন অবস্থায় বিরাট কোহলির সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন ডানহাতি এই পেসার।
বুমরাহ মাঠ ছাড়ায় ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন কোহলি। ভারত যখন অস্টেলিয়ার বিপক্ষে মাঠে খেলছিল তখন অনুশীলন জার্সি পড়ে স্টেডিয়াম ত্যাগ করেন বুমরাহ। টিভি ক্যামেরায় দেখা যায় গাড়িতে করে স্থানীয় হাসপাতালে যাচ্ছেন। যেখানে স্ক্যান করানো হয়েছে তাঁর।
ম্যাচ শেষে বুমরাহর চোট দিয়ে খুব বেশি তথ্য দিতে পারেননি প্রসিধ কৃষ্ণা। ভারতের এই পেসার জানান, পিঠের চোটে ভুগছেন বুমরাহ। আপাতত ভারতের মেডিকেল বিভাগের পর্যবেক্ষণে আছেন তিনি। স্ক্যানের ফলাফল আসলেই চোটের পরিস্থিতি বুঝতে পারবেন তারা। যদিও ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে দেখা যাবে বুমরাহকে।
বোলিং করবেন কিনা সেটা সেই সময় সিদ্ধান্ত নেবে মেডিকেল বিভাগ। বুমরাহর চোট নিয়ে প্রসিধ বলেন, ‘জসপ্রিত বুমরাহর পিঠে ব্যথা পেয়েছে। সে স্ক্যানের জন্য গেছে। মেডিকেল বিভাগ তাকে পর্যবেক্ষণ করছে এবং যখন ফলাফল আসবে তখন আমরা জানতে পারব।’
পুরো সিরিজে বল হাতে আলো ছড়িয়েছেন বুমরাহ। পাঁচ টেস্টে নিয়েছেন ৩২ উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে এক সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। সিডনি টেস্টের প্রথম ইনিংসে ১০ ওভার বোলিং করে ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন।