promotional_ad

পান্ত-ওয়েবস্টারের ঝড়ের দিনে বল হাতে নায়ক বোল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দারুণ এক শট খেলছেন ঋষভ পান্ত, ফাইল ফটো
সিডনি টেস্টের দ্বিতীয় দিনে পড়ল ১৫ উইকেট। ব্যাটারদের আসা যাওয়ার মাঝে অস্ট্রেলিয়ার ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন অভিষিক্ত বেউ ওয়েবস্টার। নিজেদের প্রথম ইনিংসে ১৮১ রানে গুঁটিয়ে গেছে স্বাগতিকরা। জবাবে প্রথম ইনিংসে ১৮৫ রান তোলা ভারত ঋষভ পান্তের হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত করেছে ছয় উইকেটে ১৪১ রান। ভারত এগিয়ে আছে ১৪৫ রানে।

promotional_ad

দিনের শুরু থেকে একের পর এক উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ৩৯ রানের মধ্যে চার উইকেট হারায় দলটি। অস্ট্রেলিয়া শিবিরে প্রথম আঘাত হানেন জসপ্রিত বুমরাহ। দুই রান করা মার্নাস ল্যাবুশেনকে ফেরান তিনি। বুমরাহর গুড লেংথের ডেলিভারিটি উইকেটের পেছনে ক্যাচ দেন ল্যাবুশেন।


এরপর মোহাম্মদ সিরাজের ইনসুইং ডেলিভারিটি ড্রাইভ করতে গিয়ে গালিতে ইয়াশভি জায়সাওয়ালের মুঠোয় ধরা পড়েন স্যাম কনস্টাস। ৩৮ বলে ২৩ রান আসে তার ব্যাটে। এরপর ট্রাভিস হেডকেও চার রানে ফেরান সিরাজ।


তার লেংথ ডেলিভারিতে দ্বিতীয় স্লিপে লোকেশ রাহুলের মুঠোয় ধরা পড়েন হেড। এরপর ওয়েবস্টার– স্টিভ স্মিথের ব্যাটে স্কোরবোর্ডে আরও ৫৭ রান পায় অজিরা। দলের একশ রান পূরণ হওয়ার আগে বিদায় নেন স্মিথ। ৫৭ বলে ৩৩ রান করা স্মিথের উইকেটটি নেন প্রসিধ কৃষ্ণা। লেংথ ডেলিভারিতে তিনিও ক্যাচ দেন দ্বিতীয় স্লিপে, রাহুলের মুঠোয়।


তারপর ওয়েবস্টার– অ্যালেক্স ক্যারির ৪১ রানের জুটিতে ভারতের রানের কাছাকাছি পৌঁছে অস্ট্রেলিয়া। ৩৬ বলে ২১ রান করা ক্যারিকে বোল্ড করে বিদায় করেন প্রসিধ। অস্ট্রেলিয়ার নিচের দিকের ব্যাটারদের ফেরানোর দায়িত্ব নেন নিতিশ কুমার রেড্ডি।


promotional_ad

ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলিংয়ে ১০ রান করা প্যাট কামিন্স এবং এক রান করা মিচেল স্টার্ককে বিদায় করেন তিনি। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১০৫ বলে ৫৭ রান করেন ওয়েবস্টার। প্রসিধের এক্সট্রা বাউন্স সামলাতে গিয়ে গালিতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।
ভারতের পক্ষে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা।


দুটি উইকেট নেয়া বুমরা দ্বিতীয় সেশনে মাঠ ছেড়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে হাসপাতালে চলে যান। এ নিয়ে চাঞ্চল্য তৈরি হলেও পরে খেলা চলার মধ্যেই মাঠে ফেরেন। এরপর ব্যাটিংয়ে নেমে স্কট বোল্যান্ডের তোপের মুখে পড়ে ভারত। ২০ বলে ১৩ রান করা লোকেশ রাহুলকে বোল্ড করেন তিনি।


জায়সাওয়াল প্রথম ওভারে মিচেল স্টার্ককে চারটি চার মেরে শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ৩৫ বলে ২২ রান করা এই ব্যাটারকে অফসাইড তাক করা বলে বোল্ড করেছেন বোল্যান্ড। বোল্যান্ডের তৃতীয় শিকার ছিলেন বিরাট কোহলি। পুরো সিরিজের মতো এবারও যথারীতি অফ স্টাম্পের বাইরের বলে (সপ্তম স্টাম্প) স্লিপে ক্যাচ দিয়ে। এ দিন দ্বিতীয় স্লিপে স্মিথকে ক্যাচ দেন বুমরাহ অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেয়া এই ব্যাটার।


এ নিয়ে এবারের বোর্ডার–গাভাস্কার সিরিজে যে আটবার আউট হয়েছেন প্রতিবারই অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরেছেন কোহলি। দলীয় ৭৮ রানে ফিরে যান শুভমান গিলও। ১৫ বলে ১৩ রান করা এই ব্যাটারকে ফিরিয়েছেন ওয়েবস্টার। এরপর উইকেটে এসেই তাণ্ডব তোলেন পান্ত।


মাত্র ২৯ বলে হাফ সেঞ্চুরি করেছেন এই উইকেটরক্ষক। তাকে ফিরিয়েছেন কামিন্স। ৩৩ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় ৬১ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। শেষ বিকেলে নিতিশ ফিরে যান চার রানে। বোল্যান্ডের চতুর্থ শিকার হন তিনি। ভারতের হয়ে তৃতীয় ডি শুরু করবেন রবীন্দ্র জাদেজা (৮*) এবং ওয়াশিংটন সুন্দর (৬*)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball