রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চান না গম্ভীর
ছবি: বিরাট কোহলি (বামে), রোহিত শর্মা (ডানে), ফাইল ফটো
অস্ট্রেলিয়ায় অবশ্য একটি সেঞ্চুরি পেয়েছেন কোহলি। পার্থে তার অপরাজিত একশ রানের ইনিংসের ম্যাচটি জিতেছিল ভারত। এরপর বাকি সময়টা আর সেভাবে রান করতে পারেননি এই ব্যাটার। তার দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটি ৩৬ রানের।
কোহলি সেঞ্চুরি পেলেও সাম্প্রতিক সময় ব্যাট হাতে একেবারেই বাজে সময় পার করছেন রোহিত। এই সিরিজে কেবল তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তিন টেস্ট মিলিয়ে করেন মোটে ৩১ রান। ভারত হেরে গেছে এই তিন টেস্টের দুটিতেই।
এই সফরের আগে দেশের মাঠে টানা দুটি সিরিজেও রান পাননি রোহিত। বাংলাদেশের বিপক্ষে সিরিজে চার ইনিংসে তার রান ছিল ৪২। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া সিরিজে ছয় ইনিংসে ছিল ৯১।
এদের অবসর প্রসঙ্গে গম্ভীর বলেন, 'আমি কোনো ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারি না। এটি তাদের ওপর নির্ভর করে। আমি শুধু এটুকু বলতে পারি– তাদের (রোহিত-কোহলি) এখনও জয়ের ক্ষুধা আছে, খেলার প্রতিও তারা যথেষ্ট আবেগী। তারা শক্ত মানুষ। আশা করি তারা এমন মানসিকতা ধরে রাখবে। কিন্তু আমরা সবাই জানি তারা যে পরিকল্পনা–ই করবে, সেটি হবে দলের জন্য উত্তম।'
শেষ টেস্টের আগে একাদশ থেকে নিজেকে সরিয়ে নেন রোহিত। এ নিয়ে গম্ভীর বলেন, 'এ প্রসঙ্গে অনেক প্রতিবেদন হয়েছে, অনেক কথা বলা হচ্ছে। অন্তত আমাদের এক্ষেত্রে কিছুটা নমনীয় হওয়া দরকার ছিল। যদি কোনো অধিনায়ক কিংবা কোনো নেতা যদি দলকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নেয়, তাতে আমি ভুল কিছু দেখি না। তবুও বিষয়টি নিয়ে অনেক অনেক বেশি আলোচনা করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বিষয়টাই এমন যে, এখানে দলই সবকিছুর ঊর্ধ্বে, দেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'