promotional_ad

বোল্যান্ড-স্টার্কের তোপে দুশর নিচে অল আউট ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
উইকেট নেয়ার পর বোল্যান্ডের উদযাপন, ক্রিকেট অস্ট্রেলিয়া
বোর্ডার–গাভাস্কার সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। এই ফলাফলে হয়তো চলতি সিরিজে অস্ট্রেলিয়ার আগ্রাসনের সবটা ফুটে উঠবে না। মাঠের ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো খাবি খাচ্ছে ভারত। এই ধারা অব্যাহত আছে সিরিজের শেষ টেস্টেও। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৮৫ রানে অল আউট হয়ে গেছে ভারত। জবাবে এক উইকেটে ৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে অজিরা।

promotional_ad

এর মধ্যে দিয়ে সর্বশেষ আট টেস্টের সাতটিতেই প্রথম ইনিংসে দুইশর কমে অলআউট হয়েছে ভারত। গত ৩০ বছরের হিসেবে প্রথম ইনিংসে দুশর নিচে কোনো দল অল আউট হওয়ার নজির রয়েছে চারবার। এর মধ্যে তিনটিই ভারতের দখলে। সিডনি টেস্টে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই মাঠে নেমেছে ভারত। এই ম্যাচে দলটির নেতৃত্ব দিচ্ছেন জসপ্রিত বুমরাহ।


এই পেসার এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন। শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দিনের মাত্র পঞ্চম ওভারেই তারা হারায় ওপেনার লোকেশ রাহুলকে। তিনি শিকার হন মিচেল স্টার্কের। এর দুই ওভার পর ফিরে গেছেন আরেক ওপেনার জয়সাওয়াল। তিনি হন স্কট বোল্যান্ডের প্রথম শিকার। টানা দুই বলে উইকেট পেতে পারতেন বোল্যান্ড।


কোহলি উইকেটে এসেই ক্যাচ দিয়েছিলেন স্লিপে। যা স্টিভেন স্মিথ হয়ে মার্নাস ল্যাবুশেনের হাতে জমা পড়লেও তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে নট আউট দেন। রিপ্লেতে দেখা যায় বল হাতে নেয়ার আগে মাটি স্পর্শ করেছিল। কোহলি অবশ্য বোল্যান্ডেরই শিকার হয়েছেন দ্বিতীয় সেশনে স্লিপে বো ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়ে। ফলে শেষ হয় কোহলির ৬৯ বলে খেলা ১৭ রানের ইনিংসের।


promotional_ad

কোহলির টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশি বল খেলে বাউন্ডারি ছাড়া ইনিংস এটি। কোহলি ফিরলেও পঞ্চম উইকেটে রবীন্দ্র জাদেজা ও ঋষভ পান্ত মিলে ভারতের ইনিংস এগিয়ে নিচ্ছিলেন। তবে পান্ত বোল্যান্ডের শিকার হয়ে ফিরলে ৪৮ রানের জুটি ভাঙে তাদের। বোল্যান্ডের শর্ট পিচ ডেলিভারিতে পুল করতে গিয়ে মিড অনে ক্যাচ দেন ৪০ রান করা পান্ত।


পরের বলেই স্লিপে স্মিথের হাতে ক্যাচ দেইয়ে ফেরেন মেলবোর্ন টেস্টে সেঞ্চুরি করা নিতিশ কুমার রেড্ডি। ভারত তাদের শেষ ৪ উইকেটে যোগ করেছে ৬৫ রান। ২৬ রান করা রবীন্দ্র জাদেজাকে এলবিডব্লিউ বানিয়ে ফেরান স্টার্ক। এরপর প্রসিধ কৃষ্ণাও শিকার হন স্টার্কের। ওয়াশিংটন সুন্দর ও বুমরাহর উইকেট নিয়েছেন কামিন্স।


অস্ট্রেলিয়ার হয়ে ৩১ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার বোল্যান্ডই। আর ৪৯ রান খরচায় ৩টি উইকেট নেন স্টার্ক। বাকি ৩ উইকেটের মধ্যে দুটি কামিন্স ও একটি উইকেট নেন নাথান লায়ন। দিনের শেষ বেলায় মাত্র ১৫ মিনিট ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। এর মধ্যেই বুমরাহর অফ স্টাম্পে করা ফুল লেন্থের ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে আউট সাইড এজ হয়ে ধরা পড়েন সেকেন্ড স্লিপে লোকেশ রাহুলের হাতে। এরপর দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball