পিএসএলের ড্রাফটে নাম লেখালেন মুস্তাফিজ
ছবি: অনুশীলনে মুস্তাফিজুর রহমান, বিসিবি
গতবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। আসরে ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার। বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকায় সেবার আইপিএল শেষ না করেই দেশে ফিরতে হয়েছিল তাকে।
গতবার ভালো পারফরম্যান্স করলেও এবারের আইপিএলের আগে অনুষ্ঠিত হওয়া মেগা নিলামে দল পাননি মুস্তাফিজ। ভিত্তিমূল্য দুই কোটি হলেও বাঁহাতি এই পেসারের প্রতি আস্থা রাখেনি কোনো দল।
লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পিএসএলের ১০ম আসর। আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ মে, করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে।
আর তাই আইপিএলে না খেলায় সেই সময়ে পিএসএলে খেলার প্রত্যাশা করছেন মুস্তাফিজ। এর আগে আইপিএলের সাতটি আসরে খেললেও পিএসএলের মাত্র একটি আসরে খেলা হয়েছিল এই পেসারের।
২০১৭-১৮ মৌসুমে মুস্তাফিজ লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন। পাঁচ ম্যাচে শিকার করেছিলেন চারটি উইকেট। সেবার তার ইকোনমি ছিল মাত্র ৬.৪৩। স্বদেশী ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল, আইপিএল, পিএসএল ছাড়াও শ্রীলঙ্কার এলপিএল ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলা হয়েছে মুস্তাফিজের।
এদিকে পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন বিশ্বের আরও কয়েকজন ক্রিকেটার। এদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা এবং ইংল্যান্ডের ডেভিড উইলি ও জেসন রয়ের নাম প্রকাশ করা হয়েছে।