পিএসএলের কারণে শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে এবার কিছুটা দেরিতে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি রবিবারই জানিয়েছেন পিএসএলের আগামী আসর শুরু হবে ২৬ মার্চ থেকে। ফাইনাল হবে ৩ মে। পিএসএলের এমন সূচির কারণে নির্ধারিত সময়ে হয়তো হচ্ছে না বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সূচি।