বাংলাদেশ- আফগানিস্তান সিরিজে ধারাভাষ্য দেবেন যারা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কলকাতার নতুন সহকারী কোচ গিবসন
৮ মার্চ ২৫
বাংলাদেশের বিপক্ষে আজ শুরু হবে আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। এই সিরিজে ধারাভাষ্য দেবেন না বাংলাদেশের কোনও ধারাভাষ্যকার। সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাননি আতাহার আলী, শামিম চৌধুরীরা।
এই সিরিজের ধারাভাষ্যকাররা হলেন রমিজ রাজা, আহমেদ ফরহাদ ফিদাই, অ্যান্ড্রু লিওনার্ড, ব্রেইন মুর্গাটরয়েড এবং দেবেন্দার কুমার। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ এবং ১১ নভেম্বর।

সিরিজের ভেন্যু হিসেবে শারজাহকে বিবেচনা করা হয়েছে। এই সিরিজটি ছিল আফগানিস্তান ফিউচার ট্যুর পোগ্রামের অংশ। গত জুলাই-আগস্টে এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে সংযুক্ত আরব আমিরাত এবং ভারতে প্রচণ্ড দাবদাহের কারণে এই সিরিজটি তখন হয়নি।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওমরজাই
৫ মার্চ ২৫
আফগানিস্তান সাধারণত সেখানেই 'হোম ম্যাচ' খেলে থাকে। বর্তমান সময়ে দারুণ ফর্মে আছে আফগানিস্তান। সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিয়েছে হাশমতউল্লাহ শহীদির দল।
অপরদিকে অফফর্মে আছে বাংলাদেশ দল। সাম্প্রতিক সময়ে ওয়ানডে খেলেনি দলটি। কিছুদিন আগে পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জেতার পর সাউথ আফ্রিকার বিপক্ষে একই ব্যবধানে সিরিজ হারে নাজমুল হোসেন শান্তর দল।