টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে সেমিফাইনালে দেখছেন হরভজন
নিউজিল্যান্ডের পাশাপাশি জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজিমাত করেছিল আফগানিস্তান। দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবারের মতো সেমিফাইনালও খেলেছিলেন রশিদ খানরা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আফগানিস্তানকে সেরা চারে দেখেন হরভজন সিং। ভারতের সাবেক স্পিনারের চোখে আফগানদের সঙ্গে সেমিফাইনাল খেলবে ভারত, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা।