হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য তামিমদের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য তামিমদের
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বর্তমান সময়টা দারুণ কাটছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। গত কয়েক মাসে তারা কোনো সিরিজে হারেনি। যদিও সর্বশেষ কয়েকটি সিরিজ শেষ হয়েছে ড্র দিয়ে। তবে আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পারফর্ম করতে আশাবাদী দলটির অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

টানা দুইবারের শিরোপা জয়ের স্মৃতি নিয়ে এশিয়া কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। এবার তাই হ্যাটট্রিক শিরোপা জয়ের কীর্তি ছোঁয়ার সুযোগ বাংলাদেশের সামনে। সাম্প্রতিক সিরিজ জয় ও এশিয়া কাপ প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তামিম। তিনি জানিয়েছেন আবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই দুবাই যাচ্ছেন তারা।

গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে তামিম বলেন, 'আমরা প্রায় সব সিরিজই জিতেছি, আর শেষ কয়েকটি সিরিজ ড্র হয়েছে। এখনো পর্যন্ত আমরা কোনো সিরিজ হারিনি। তাই আমাদের ভরসা আছে—সব ঠিকঠাকই চলছে। সেলিম স্যারসহ ব্যাটিং কোচদের সঙ্গে আলোচনা করতে করতে আমি শুধু সময় নিতে বলেছি। তারা বলেছে, সময় আছে—ইনশাআল্লাহ ভালো কিছুই হবে।'

নিজের পারফরম্যান্স নিয়েও বেশ আত্মবিশ্বাসী তামিম। তিনি নিজের ফর্ম নিয়ে বলেছেন, 'শুধু আফগানিস্তান সিরিজ নয়—ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকেই আমার রান ছিল গড়ে ৩০-৪০-এর মতো। মাঝে কয়েকটা ফিফটি এসেছে ঠিকই, কিন্তু তারপরও যে দুশ্চিন্তাগুলো ছিল, সেগুলো নিয়ে স্যারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। স্যার আশ্বস্ত করেছেন—সময় আসলে সবকিছু ঠিক হয়ে যাবে।'

এবারের যুব এশিয়া কাপে দুই গ্রুপে মোট ৮টি দল অংশ নিচ্ছে। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। ১২ ডিসেম্বর পর্দা উঠবে এবারের যুব এশিয়া কাপের। পরদিন আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নেপালের বিপক্ষে ১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ। এর আগে ২০২৩ সালে তামিমের অধীনেই এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। এর আগে ২০২০ সালে মাহফুজুর রহমান রাব্বির অধীনে এশিয়া কাপের শিরোপা পেয়েছিল বাংলাদেশ যুব দল।

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে তামিম বলেছেন, 'অবশ্যই (চ্যাম্পিয়ন হতে চাই)। কারণ কি দেখেন যে আমরা সবসময় ভিতর থেকে থাকি যে আমরা একটা ভালো কিছু করতে পারি এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা যা দরকার তা করতে পারি। কিন্তু দিন শেষে আমরা প্রক্রিয়ায় বিশ্বাসী। দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা।'

আরো পড়ুন: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল