আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের এটিই দলীয় সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে তারা ৮৭ রানে অল আউট হয়েছিল ২০২২ সালে এই ভারতের বিপক্ষেই। প্রোটিয়াদের গুঁড়িয়ে দিয়েছেন ভারতের পেসার ও স্পিনাররা মিলে। সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২২ রান করেছেন ডেওয়াল্ড ব্রেভিস।
দলটির আর কেউই ১৫ রানও করতে পারেননি। ১৪ রান করে এসেছে এইডেন মার্করাম ও ট্রিস্টিয়ান স্টাবসের ব্যাট থেকে। কোনো রান তোলার আগেই কুইন্টন ডি কককে হারানোর ধাক্কা আর সামলে উঠতে পারেনি প্রোটিয়ারা। তারা অল আউট হয়ে গেছে ১২.৩ ওভারের মধ্যেই। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। একটি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে।
এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ৪৮ রানের মধ্যেই ৩ উইকেট হারায় ভারত। সেখান থেকে দলকে টেনেছেন হার্দিক ও অক্ষর। হার্দিকের ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৫৯ রানের ক্যামিও ইনিংস। এই অলরাউন্ডার নামার পর শেষ ৫০ বলে ভারত তোলে ৯৭ রান। আর তাতেই লড়াইয়ের পুঁজি নিশ্চিত হয়ে যায় তাদের।
তিলক ভার্মা আউট হন ৩২ বলে ২৬ রান করে। আর অক্ষর ২১ বলে যোগ করেন ২৩। সপ্তম উইকেটে হার্দিক ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন জিতেশ শর্মাকে নিয়ে। আর তাতেই ম্যাচের মোড় ঘুরে যায়। সাউথ আফ্রিকার হয়ে ৩টি উইকেট নেন লুঙ্গি এনগিডি। আর দুটি উইকেট পান লুথো সিপামলা। একটি উইকেট যায় ডেনোভান ফেরেইরার ঝুলিতে।