হেডের সেঞ্চুরি, বড় লিডের পথে ছুটছে অস্ট্রেলিয়া

অ্যাশেজ
অ্যাডিলেডে টানা চার টেস্টেই সেঞ্চুরি করেছেন ট্রাভিস হেড
অ্যাডিলেডে টানা চার টেস্টেই সেঞ্চুরি করেছেন ট্রাভিস হেড
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জফরা আর্চারের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাকফুটে গিয়ে কাট করলেন ট্রাভিস হেড। গালিতে দাঁড়িয়ে থাকা হ্যারি ব্রুক পর্যন্ত বলও পৌঁছাল। হাতে ক্যাচ পেলেও সেটা লুফে নিতে পারলেন না ব্রুক। সেঞ্চুরির ঠিক আগে ৯৯ রানে জীবন পেয়ে আর থামলেন না হেড। পরের ওভারে জো রুটের বলে লং অফের উপর দিয়ে চার মেরে সেঞ্চুরি পূরণ করলেন বাঁহাতি এই ব্যাটার। হেডের সেঞ্চুরির দিনে হাফ সেঞ্চুরি পেয়েছেন অ্যালেক্স ক্যারি। তাদের দুজনের ব্যাটেই ইংল্যান্ডের চেয়ে ৩৫৬ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের চেয়ে ৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্রাইডন কার্সের লেগ স্টাম্পের বাইরের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন জেইক ওয়েদার‌্যান্ড। বল লেগ স্টাম্পের বাইরে পিচ করলেও রিভিউ না নেয়ায় ১ রানে ফিরতে হয় বাঁহাতি ওপেনারকে। পরবর্তীতে শুরুর ধাক্কা সামাল দেন মার্নাশ ল্যাবুশেন ও হেড। জুটির পঞ্চাশ ছোঁয়ার আগেই ল্যাবুশেনকে ফিরিয়েছেন জশ টাং।

ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে ব্রুকের হাতে ক্যাচ দিয়েছেন ৪৫ বলে ১৩ রান করা ল্যাবুশেন। চারে নেমে হেডের সঙ্গে জুটি গড়ে তোলেন উসমান খাওয়াজা। কার্সের বলে চার মেরে ৭২ বলে হাফ সেঞ্চুরি করেছেন হেড। চোটের কারণে ব্রিসবেন টেস্টে খেলতে না পারা খাওয়াজা অ্যাডিলেডে ফিরে ভালো শুরু পেয়েছিলেন। তবে তাকে হাফ সেঞ্চুরি করতে দেননি উইল জ্যাকস। ডানহাতি অফ স্পিনারের বলে ৪০ রান করে আউট হয়েছেন খাওয়াজা।

দ্রুতই ফিরে গেছেন ক্যামেরন গ্রিন। ৭ রান করা ডানহাতি ব্যাটারকে ফিরিয়েছেন টাং। এরপর ক্যারি ও হেড মিলে অস্ট্রেলিয়াকে টেনেছেন। জীবন পাওয়ার পর রুটের বলে ডাউন দ্য উইকেটে এসে চার মেরে সেঞ্চুরি করেছেন হেড। অ্যাডিলেডে টানা চার টেস্টেই সেঞ্চুরি পেয়েছেন তিনি। বাঁহাতি ব্যাটারের মতো এক ভেন্যুুতে টানা চার টেস্টে সেঞ্চুরি আছে ডন ব্র্যাডম্যান, ওয়েলি হ্যামন্ড, মাইকেল ক্লার্ক ও স্টিভ স্মিথের।

হেডের সেঞ্চুরির দিনে হাফ সেঞ্চুরি পেয়েছেন ক্যারিও। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা বাঁহাতি ব্যাটার অপরাজিত আছেন ৫২ রানে। প্রথম উইকেটকিপার ব্যাটার হিসেবে অ্যাশেজে একই ম্যাচে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছেন ক্যারি। হাফ সেঞ্চুরির পাশাপাশি হেডের সঙ্গে অবিচ্ছিন্ন ১২২ রানের জুটি গড়েছেন ক্যারি। তাদের দুজনের ব্যাটেই ৪ উইকেটে ২৭১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি পাওয়া হেড অপরাজিত আছেন ১৪২ রানের ইনিংস খেলে।

সকালের শুরুতে ৮ উইকেটে ২১৩ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডকে টানতে থাকেন বেন স্টোকস ও জফরা আর্চার। সাবধানী ব্যাটিংয়ে ১৫৯ বলে হাফ সেঞ্চুরি করেন স্টোকস। তবে সেঞ্চুরির আগে স্লোয়ার ডেলিভারিতে ৮৩ রান করা ইংলিশ অধিনায়ককে বোল্ড করেন মিচেল স্টার্ক। ৯৭ বলে হাফ সেঞ্চুরি করা আর্চার আউট হয়েছেন ৫১ রানে। ইংল্যান্ড শেষ পর্যন্ত অল আউট হয় ২৮৩ রানে। অস্ট্রেলিয়ার হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড।

আরো পড়ুন: