পরবর্তীতে জানা যায়, বিয়ে ও হানিমুনের জন্য আইপিএলে চার ম্যাচের বেশি খেলতে পারবেন না ইংলিস। রিটেইন তালিকা জমা দেয়ার ৪৫ মিনিট আগে পাঞ্জাব ম্যানেজমেন্টকে এমন তথ্য জানান তিনি। যার ফলে বাধ্য হয়েই অজি ব্যাটারকে ছাড়তে বাধ্য হয়। এত অল্প সময়ের মধ্যে জানানোয় ইংলিসের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন পাঞ্জাবের সহ-কর্ণধার নেস ওয়াদিয়া।
দ্য হিন্দুর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সত্যি বলতে আমরা জশকে (ইংলিস) যেতে দিইনি। এটা খুবই দুঃখজনক, সে আমাদের শেষ মুহূর্তে বলেছে। এটা আসলে উচিত হয়নি, সে আমাদের সঙ্গে অনেক দিন ধরেই আছে। আমার মনে হয় সবাই জানতো রিটেইনশন যখন আসছে তখন ডেডলাইনের ৪৫ মিনিট আগে আমাদের জানানো হয় সে বিয়ে করবে এবং কিছুটা সময় লাগবে।’
‘সে আমাদের বলে কয়েকটি (চার) ম্যাচ খেলতে পারবে। আমরা তখন তাকে বলি আমাদের আরও আগে জানানো উচিত ছিল। আমার মনে হয় পেশাদার কিছু ছিল। কেউ যখন ডেডলাইনটা জানে তখন এটা একেবারেই পেশাদার না। আপনি ৪৫ মিনিট আগে কল দিয়ে বলতে পারেন না, ‘আমি আসব না।’ বিশেষ করে সে জানতো আমরা তাকে রিটেইন করতে যাচ্ছি।’
৪ ম্যাচের জন্য আইপিএল নিলামে নাম দিলেও বড় অঙ্কে বিক্রি হয়েছেন ইংলিস। অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটারকে দলে নিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের খরচ হয়েছে ৮ কোটি ৬০ লাখ রুপি। গুঞ্জন আছে, বেশিরভাগ ম্যাচ খেলাতে ইংলিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন জাস্টিন ল্যাঙ্গার। ক্ষোভ থাকলেও ইংলিসের জন্য শুভ কামনা জানিয়েছেন পাঞ্জাবের ওয়াদিয়া।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তাঁর জন্য শুভ কামনা জানাই। সে ভালো একজন খেলোয়াড় এবং আমি নিশ্চিত সে অস্ট্রেলিয়ার হয়ে ভালো করবে। দেখা যাক, সে আইপিএল খেলে নাকি খেলে না। আমি তাঁর জন্য শুভ কামনা জানাই কারণ সে ভালো মানুষ। কিন্তু সে আমাদের সঙ্গে যে ব্যবহার করেছে সেটা পেশাদার ছিল না।’