অ্যাডিলেড টেস্টেও বাদ খাওয়াজা, ৫ উইকেট নিয়েও নেই নিসার

অ্যাশেজ
অ্যাডিলেড টেস্টেও বাদ খাওয়াজা, ৫ উইকেট নিয়েও নেই নিসার
অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
উসমান খাওয়াজার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্নটা নতুন করে সামনে এসেছে অ্যাশেজের অ্যাডিলেড টেস্টকে ঘিরে। স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত একাদশে জায়গা হয়নি ৮৫ টেস্ট খেলা এই অভিজ্ঞ ব্যাটারের। একই সঙ্গে বাদ পড়েছেন আগের টেস্টে পাঁচ উইকেট নেয়া মাইকেল নিসারও।

ব্রিজবেনে দিন-রাতের টেস্টে জয় পাওয়া একাদশ থেকে অ্যাডিলেডে দুটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লায়নের ফেরা ছিল প্রত্যাশিতই। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন পেসার নিসার ও ব্রেন্ডান ডগেট।

তবে সবচেয়ে বেশি আলোচনা খাওয়াজাকে নিয়েই। সিরিজ শুরু করেছিলেন প্রথম পছন্দের ওপেনার হিসেবে, কিন্তু চোটের কারণে পার্থ টেস্টে ওপেন করতে পারেননি। পরে ট্রাভিস হেড ও জেইক ওয়েদারাল্ড ওপেনিংয়ে ভালো শুরু এনে দেয়ায় ধীরে ধীরে একাদশের বাইরে চলে যান খাওয়াজা।

কামিন্স একাদশ অপরিবর্তিত রাখার ব্যাখ্যায় বলেন, 'আমার মনে হয়, ট্রাভ (হেড) ওপেন করার পর থেকে ওয়েদার্সের সঙ্গে তার জুটিটা সত্যিই ভালো হয়েছে। আমরা এই ব্যাটিং লাইন-আপ নিয়ে খুশি, তাই এখানে বদল আনতে চাইনি।'

হেড-ওয়েদারাল্ড জুটির ধারাবাহিকতা প্রসঙ্গে কামিন্স আরও যোগ করেন, 'এখনও পর্যন্ত ওরা যেকোনো পরিস্থিতির দারুণ জবাব দিয়েছে। স্কোরবোর্ড সচল রেখেছে এবং আমাদের ইনিংসের জন্য শক্ত ভিত গড়ে দিয়েছে।'

তবে খাওয়াজার জন্য দরজা পুরোপুরি বন্ধ করছেন না কামিন্স। তার ভাষায়, 'উজি টপ অর্ডার ও মিডল অর্ডার—দুই জায়গাতেই রান করেছে। তাই তাকে স্কোয়াডে রাখা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে অবশ্যই তার ফেরার সুযোগ থাকবে।'

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় অ্যাশেজ টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ- জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।

আরো পড়ুন: অস্ট্রেলিয়া