২ কোটি রুপি বেতন কমতে পারে কোহলি-রোহিতের

ভারত ক্রিকেট
২ কোটি রুপি বেতন কমতে পারে কোহলি-রোহিতের
বিরাট কোহলি ও রোহিত শর্মা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২২ জানুয়ারি। এই সভায় ভারতের ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় চুক্তি–সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। বিশেষ করে বিরাট কোহলি ও রোহিত শর্মার চুক্তির বিষয়টি আলোচনায় আসবে বলে দেশটির সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।

পিটিআই জানিয়েছে, ৩২তম এজিএমটি অনলাইনে অনুষ্ঠিত হবে। সেখানে বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা কোহলি ও রোহিতের নতুন চুক্তির কাঠামো নিয়ে আলোচনা করবেন। ধারণা করা হচ্ছে, টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ায় তাদের এক ধাপ নিচের ‘এ’ ক্যাটাগরিতে নামানো হতে পারে।

২০২৪–২৫ চক্রে এ প্লাস বিভাগে ছিলেন কোহলি, রোহিত, জসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। গত জুনে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ের পর দুই তারকাই এ সংস্করণ থেকে অবসর নেন এবং এর আগেই টেস্ট ছাড়েন। ফলে নতুন চুক্তিতে তাদের অবস্থান নিয়ে বিসিসিআই পুনর্মূল্যায়ন করছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কোহলি ও রোহিতকে আগের মতোই এ প্লাসে রাখা হবে নাকি ‘এ’ ক্যাটাগরিতে নামানো হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে যদি ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়, তাহলে তাদের বেতন কমে যাবে ২ কোটি রুপি। বর্তমান কাঠামো অনুযায়ী, এ প্লাস বেতন ৭ কোটি, এ ক্যাটাগরি ৫ কোটি, বি ক্যাটাগরি ৩ কোটি এবং সি ক্যাটাগরি ১ কোটি রুপি।

সাউথ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে অসাধারণ খেলেছিলেন দুই সিনিয়র ব্যাটার। তিন ইনিংসে ৩০২ রান করেন কোহলি, যাতে ছিল দুই সেঞ্চুরি ও একটি ফিফটি। রোহিতের ব্যাটে আসে ১৪৬ রান, দুটিতে ছিল ফিফটি। তাদের সাম্প্রতিক পারফরম্যান্স চুক্তিতে কোনো প্রভাব ফেলতে পারে কিনা, তা নজরে থাকবে।

পিটিআই জানিয়েছে, অধিনায়ক শুভমান গিলকে নতুন চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে তোলা হতে পারে। তিনি পূর্ববর্তী চুক্তিতে ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে। এ প্লাসে উঠলে তার বার্ষিক বেতন বাড়বে ২ কোটি রুপি। বিসিসিআইয়ের প্রশাসনিক পুনর্গঠনের পর এটি শীর্ষ পরিষদের প্রথম এজিএম।

আরো পড়ুন: রোহিত শর্মা