মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি সিলেটের। ইনিংসের প্রথম ওভারেই ফেরেন জাকির হাসান। বিনুরা ফার্নান্দোর বলে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় স্লিপে সাহিবজাদাকে ক্যাচ দিয়েছেন তিনি। তৃতীয় ওভারে ফেরেন আরিফুল ইসলাম। ডানহাতি ব্যাটারের উইকেটও নিয়েছেন বিনুরা। ৭ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন বিলিংস ও পারভেজ ইমন।
তাদের দুজনের ব্যাটেই একটু একটু করে এগিয়ে যেতে থাকে সিলেট। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করেন পারভেজ। বাঁহাতি ব্যাটারকে ফিরিয়ে জুটি ভাঙেন তানজিম সাকিব। ডানহাতি পেসারের বলে মিড অনে ঠেলে দিয়ে দুই রান নিতে চেয়েছিলেন বিলিংস। পারভেজ ডাকে সাড়া দিলেও নন স্ট্রাইকে ফিরতে পারেননি। তানজিদের থ্রোতে স্টাম্প ভেঙে রান আউট করেন জিমি নিশাম। ৫ চার ও ২ ছক্কায় ৩৪ বলে ৪৮ রান করেছেন পারভেজ।
ফিরতে পারতেন বিলিংসও। নিশামের বলে উড়িয়ে মারার চেষ্টায় লং অনে ক্যাচ দিয়েছিলেন ইংলিশ ব্যাটার। তবে দৌড়ে এসে সহজ ক্যাচ নিতে পারেননি কেন উইলিয়ামসন। জীবন পেয়ে আক্রমণাত্বক হয়ে ওঠার চেষ্টা করেন তিনি। যদিও ইনিংস বড় করতে পারেননি। ২৮ বলে ৩৭ রান করা বিলিংসকে ফেরান আব্দুল গাফফার সাকলাইন। ডানহাতি পেসারের স্লোয়ার ডেলিভারিতে মিড উইকেট দিয়ে ছক্কা মারতে গিয়ে সাহিবজাদাকে ক্যাচ দিয়েছেন বিলিংস।
ইংলিশ উইকেটকিপার ব্যাটারের আগে ৫ বলে ৭ রান করে আউট হয়েছেন মঈন আলী। ব্যাটিংয়ে এসে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করেন আফিফ। তবে ম্যাচ শেষ করতে পারেননি তিনি। তানজিম সাকিবের শর্ট ডেলিভারিতে পুল করার চেষ্টায় ১২ বলে ২১ রান করে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার। একটু পর আউট হয়েছেন মিরাজ ও খালেদও। শেষ দিকে ওকস চেষ্টা করলেও সিলেটকে জেতাতে পারেননি। দ্বিতীয় কোয়ালিফায়ার থেকেই বিদায় নিতে হয়েছে সিলেটকে। রাজশাহীর হয়ে ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন বিনুরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহীকে ভালো শুরু এনে দেন সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। তাদের দুজনের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলে ফ্র্যাঞ্চাইজিটি। ইনিংসের পঞ্চম ওভারে তাদের জুটি ভাঙেন সালমান ইরশাদ। ডানহাতি পেসারের বলে আফিফের হাতে ক্যাচ দিয়েছেন ২১ বলে ২৬ রান করা সাহিবজাদা। একটু পর আউট হয়েছেন তানিজদও। নাসুম আহমেদের বলে বিলিংসকে ক্যাচ দিয়েছেন বাঁহাতি ব্যাটার।
৪ ছক্কায় ১৫ বলে ৩২ রান করেছেন তানজিদ। দশম ওভারে টানা দুই বলে শান্ত ও মুশফিকুর রহিমকে ফিরিয়েছেন মিরাজ। পরের ওভারে আউট হয়েছেন মেহেরবও। স্পিনার নাসুমের বলে ফিরেছেন তিনি। দ্রুতই তিন উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন উইলিয়ামসন ও নিশাম। তারা দুজনে মিলে ৭৭ রানের জুটি গড়ে তোলেন। চারটি চার ও দুইটি ছক্কায় ২৬ বলে ৪৪ রান করে নিশাম ফিরলে ভাঙে জুটি।
নিশাম ফেরার পর দ্রুতই আউট হয়েছেন সাকলাইন ও তানজিম সাকিব। প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক বিপিএল অভিষেকে ৩৮ বলে ৪৫ রান করেছেন। ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে রাজশাহী। সিলেটের হয়ে তিনটি উইকেট নিয়েছেন সালমান। দুইটি করে উইকেট পেয়েছেন নাসুম ও মিরাজ।