সভায় আইসিসি স্পষ্টভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছে, বাংলাদেশ ভারতে খেলতে যাবে কি যাবে না এই ব্যাপারে সরকারের সঙ্গে চূড়ান্ত আলোচনা করতে। বাংলাদেশ যদি ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের নির্ধারিত ম্যাচ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়ে যায়, তাহলে টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করা হবে।
এই সিদ্ধান্ত কোনো অনানুষ্ঠানিক সতর্কতা নয়। বিষয়টি আইসিসি বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে ভোটাভুটির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বাংলাদেশের বদলে বিকল্প দল রাখার পক্ষে ভোট দিয়েছেন। অর্থাৎ আইসিসির অবস্থান এখন প্রাতিষ্ঠানিক এবং দৃঢ়।
বাংলাদেশকে ভোট দিয়েছে শুধু পাকিস্তান। তবে বাংলাদেশের জন্য শেষ সুযোগ এখনো পুরোপুরি বন্ধ হয়নি। বিসিবিকে আরও এক দিনের সময় দেয়া হয়েছে—এই সময়ের মধ্যে ভারত গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলার বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান আইসিসিকে জানাতে হবে। এর অর্থ, বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বর্তমান এই পরিস্থিতি।
যদি বাংলাদেশ শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকে এবং ভারতে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। যদিও বাস্তবতা হলো—স্কটল্যান্ড মূল বাছাইপর্বে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি।
ইউরোপিয়ান কোয়ালিফায়ারে তারা নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে বাদ পড়েছিল। তবু আইসিসির কাঠামো অনুযায়ী, এমন পরিস্থিতিতে স্কটল্যান্ডই সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।