বিপিএলের আগে থেকেই ভালো ছন্দে ছিলেন রিপন। সর্বশেষ রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাঁচ ম্যাচে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। সেই টুর্নামেন্টের আত্মবিশ্বাসই বিপিএলেও কাজে লাগছে বলে মনে করছেন এই পেসার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিপন বলেন, 'আত্মবিশ্বাস তো থাকেই। একটা টুর্নামেন্টে আমি সর্বোচ্চ উইকেটশিকারি ছিলাম। এখান থেকে আত্মবিশ্বাস আরও বেড়েছে। যেভাবে শুরু করলাম, তাতে আরও বেড়েছে। এখান থেকে ভালো করতে পারলে আরও ভালো হবে।'
রাজশাহী ফ্র্যাঞ্চাইজি থেকে আগেই জানানো হয়েছিল, প্রথম দুটি ম্যাচ দিনে হওয়ায় একাদশে সুযোগ পাওয়া তার জন্যে কঠিন হবে। রাতের ম্যাচে সুযোগ পেয়ে নিজের কাজটা করে দেখিয়েছেন রিপন। ভবিষ্যৎ ম্যাচগুলো নিয়ে তিনি বলেন, 'পরে কী হবে, আমি জানি না। খেলোয়াড় হিসেবে যেকোনো সময়ের জন্য রেডি থাকতে হবে।'
দলগত কম্বিনেশন নিয়ে ভাবতে চান না এই পেসার। তার ভাষায়, 'কম্বিনেশনের জন্য অনেক সময় অনেক কিছু হতে পারে, এসব নিয়ে ভাবি না। সুযোগ পেলে আমি ভাবি, এটাই আমার শেষ সুযোগ। সেভাবেই প্রস্তুত থাকি।'
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একের পর এক ইয়র্কার আর সুপার ওভারের পারফরম্যান্সে নজর কেড়েছিলেন রিপন। জাতীয় দলের হয়ে এশিয়ান গেমসে তিনটি টি–টোয়েন্টি খেললেও সেটি ছিল দ্বিতীয় সারির দল।
সামনে বিশ্বকাপ, আর সেই লক্ষ্যেই বিপিএলকে বড় মঞ্চ হিসেবে দেখছেন তিনি, 'বিপিএল আমার জন্য বড় একটা মঞ্চ। আমি যদি ভালোভাবে পারফর্ম করতে পারি, ইনশাআল্লাহ সুযোগ আসবে (বিশ্বকাপে)। আমি সেই সুযোগের অপেক্ষাতেই আছি। যদি ইনশাআল্লাহ আসে, আমি সেটা লুফে নেব।'