বিপিএলে না থাকা ক্রিকেটারদের নিয়ে বিসিবির সোনার বাংলা টি-টোয়েন্টি ক্রিকেট লিগ

সোনার বাংলা টি-টোয়েন্টি ক্রিকেট লিগ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ঢাকার বিদ্রোহী ৪৫টি ক্লাবের সঙ্গে কয়েক দফায় সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিগ বয়কটের সিদ্ধান্তে অনঢ় থাকায় ঢাকার প্রথম বিভাগ লিগে অংশ নেয়নি আটটি ক্লাব। সবাইকে নিয়ে লিগ আয়োজন করতে না পারলে প্ল্যান ‘বি’তে এগোনোর কথা ছিল বিসিবির। খেলোয়াড়দের খেলা ও আর্থিক দিক বিবেচনা করে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের ভাবনা ছিল তাদের।

ক্রিকেটারদের স্বার্থে শেষ পর্যন্ত নতুন টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। সেই টুর্নামেন্ট চলাকালীনই আরেকটি টি-টোয়েন্টি লিগ করবে বিসিবি। সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগের শুরুটা হচ্ছে ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে।

৬ কিংবা ৮টি দল নিয়ে রাজশাহী ও বগুড়ায় মাঠে গড়াবে টুর্নামেন্টটি। ঢাকা প্রথম বিভাগ লিগের বিদ্রোহী ৮ ক্লাবের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগে খেলার সুযোগ পাবেন। এ ছাড়া বিপিএলের নিলামে নাম দিয়েছিলেন কিন্তু দল পাননি, এমন ক্রিকেটারদেরও সুযোগ দেয়া হবে টুর্নামেন্টটিতে। খেলোয়াড় বাছাইয়ের সকল ক্ষমতা থাকবে নির্বাচকদের হাতে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব লিগ সিস্টেমের বাইরে থাকা ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক খেলার সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। টুর্নামেন্টের প্রধানের দায়িত্বে থাকবেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। টুর্নামেন্টের পেশাদারিত্ব ও মান বজায় রাখতে প্রতিটি দলের জন্য আলাদা আলাদা ম্যানেজমেন্ট নিয়োগ দেবে বিসিবি।

এমনকি ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়ার পাশাপাশি আর্থিক সব ধরনের জিনিসপত্র দেখভাল করবে বোর্ড। দ্রুতই দলের নামের পাশাপাশি সূচিও প্রকাশ করবে তারা। ঘরোয়া ক্রিকেটে খেলতে নিষেধাজ্ঞা না থাকলেও নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে পারবেন না এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলামের মতো ক্রিকেটাররা। কারণ বিপিএলের নিলামে তাদের নাম ছিল না।