বিপিএলের পারফরম্যান্সে টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রিপনের
প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি। তবে সুযোগ পেয়েই বাজিমাত করলেন রিপন মণ্ডল। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএলে নিজের প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন ডানহাতি এই পেসার। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। ২৯ ম্যাচের টি–টোয়েন্টি ক্যারিয়ারে এটাই রিপনের সেরা বোলিং ফিগার।