অনুশীলন চলাকালীন আচমকা মাটিতে লুটিয়ে পড়েন একজন। তাৎক্ষণিকভাবে ঢাকার অনুশীলকে ঘিরে জটলা তৈরি হয়। কেউ অসুস্থ হয়েছেন এমনটা আন্দাজ করা যাচ্ছিল দূর থেকেই। একটু পর জানা যায়, অসুস্থবোধ করায় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েছেন মাহবুব আলী জাকি।
তাৎক্ষণিকভাবে ঢাকার সহকারী কোচকে সিপিআর দেয়া হয়। পরবর্তীতে দ্রুততার সঙ্গে অ্যাম্বুলেন্সে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। জানা গেছে, সিলেটের আল হারামাইন হাসাপাতালে ভর্তি করানো হয় তাকে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেয়া হয়েছিল মাহবুবকে। যদিও বাঁচানো যায়নি দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কাজ করা এই কোচকে। শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন তিনি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে জাকির জানাজা নামাজ। তবে এখনো সময় জানানো হয়নি।
সহকারী কোচের মৃত্যুর দিনে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ম্যাচও শুরু হয়েছে নির্ধারিত সময়েই। বিপিএলের গত আসরে ভালো করতে না পারায় এবার সাব্বির রহমান, নাসির হোসেন, মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম হোসেন পাটোয়ারিদের নিয়ে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিদেশি ক্রিকেটার হিসেবে ঢাকার হয়ে খেলতে দেখা যাবে অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, দাসুন শানাকার মতো ক্রিকেটারদের। প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে অবশ্য বিদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন উসমান খান, ইমাদ ওয়াসিম, সালমান মির্জা ও জিয়াউর রহমান শরীফিকে।