নতুন ভূমিকায় বিপিএলে আসছেন শোয়েব আখতার
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের কিংবদন্তি এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের কিংবদন্তি এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল অ্যালেক্স হেলস। সামাজিক যোগাযোগমাধ্যমে ইংলিশ ওপেনারের খেলার কথা নিশ্চিতও করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। অথচ বিপিএলের গত আসরে হেলস খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। পুরনো সম্পর্কের জেরেই ঢাকার পরিবর্তে ২০১৭ সালের চ্যাম্পিয়নদের বেছে নিয়েছিলেন টি-টোয়েন্টির মারকুটে এই ওপেনার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য তাসকিন আহমেদকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ডানহাতি এই পেসারের পর সাইফ হাসানকেও দলে টেনেছে তারা। ড্রাফটের আগে দুইজন দেশি ক্রিকেটারকে দলে নেয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য তাসকিন আহমেদকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ডানহাতি এই পেসারের পর সাইফ হাসানকেও দলে টেনেছে তারা। ড্রাফটের আগে দুই কিংবা তিনজন দেশি ক্রিকেটারকে দলে নেয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগে কাজে লাগিয়ে তাসকিন ও সাইফের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ঢাকা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য তাসকিন আহমেদকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ডানহাতি এই পেসারের পর সাইফ হাসানকেও দলে টেনেছে তারা। ড্রাফটের আগে দুই কিংবা তিনজন দেশি ক্রিকেটারকে দলে নেয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগে কাজে লাগিয়ে তাসকিন ও সাইফের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ঢাকা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন তাসকিন আহমেদ। ডানহাতি পেসারকে আগামী মৌসুমে খেলতে দেখা যাবে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে। ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে তাসকিনকে দলে নিয়েছে তারা। আনুষ্ঠানিকভাবে তাসকিনকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকার হয়ে খেলবেন সাইফ হাসানও।
রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের পর খুলনা টাইগার্সের সেরা চারে যাওয়ার সমীকরণটা সহজই ছিল। দুর্বার রাজশাহীকে পেছনে ফেলে সেরা চারে যেতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয় পেলেই হতো খুলনার। তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ের পরও ঢাকাকে মাত্র ১২৩ রানে আটকে দিয়ে খুলনার কাজটা সহজ করে দিয়েছেন হাসান মাহমুদ ও উইলিয়াম বসিস্তো।
ঢাকা ক্যাপিটালসের সেরা যাওয়ার সমীকরণটা কঠিনই ছিল। শেষ দুই ম্যাচে জিতলেও তাকিয়ে থাকতে হতো বাকিদের দিকে। দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে চিটাগং কিংস জিতে যাওয়ায় বিপিএল শেষ লিটন দাস-তানজিদ হাসান তামিমদের। ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ দুটো ঢাকার জন্য তাই কেবলই আনুষ্ঠানিকতার।
ঢাকায় টিকিট বিতর্ক শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গন্তব্য ছিল সিলেট। যেখানে ওয়াইড বলে ৫ রান দেয়ার খেলায় মেতে উঠেছিলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির বোলাররা। সিলেট থেকে বিপিএলে চট্টগ্রামে যেতেই বুউউউম শব্দের মতো করে ফেটে উঠে পারিশ্রমিক না পাওয়ার বোমা। দুর্বার রাজশাহীর অনুশীলন বয়কটের পর একটু একটু করে বেরিয়ে আসতে শুরু করে বিভিন্ন দলের, বিভিন্ন ক্রিকেটারের পারিশ্রমিক না পাওয়ার খবর।
১০ ম্যাচে ২৯ ছক্কা! বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে সবচেয়ে বেশি ছক্কার মারার তালিকায় সবার উপরে তানজিদ হাসান তামিম। বাংলাদেশের ব্যাটার হিসেবে বিপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা রেকর্ডে তাওহীদ হৃদয়কে পেছনে ফেলেছেন তিনি। তবে এক মৌসুমে বেশি ছক্কা মারার রেকর্ডে এখনও তানজিদের উপরে আছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটারকে পেছনে ফেলতে লম্বা পথ পাড়ি দিতে হবে তানজিদকে। আপাতত সেসব চিন্তায় না নিয়ে নিজের স্বাভাবিক খেলায় মন দিতে চান তরুণ এই ওপেনার।
প্রথম ৯ ম্যাচের মাত্র দুটিতে জয় পেলেও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয়ের পর থিসারা পেরেরা জানিয়েছিলেন, তারা এখনও সেরা চারে যাওয়ার স্বপ্ন দেখেন। শেষ তিন ম্যাচের সবকটিতে জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। তবে চিটাগং কিংসের বিপক্ষে জিতে কাজটা একটু এগিয়ে রাখল ঢাকা ক্যাপিটালস। জয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্য তাড়ায় খুব বেশি কিছু করতে হতো না তাদের।
টানটান উত্তেজনার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ছয় রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। আসরে নবম ম্যাচ খেলে এটি তাদের দ্বিতীয় জয়। তবুও প্লে-অফ খেলার স্বপ্ন দেখছেন দলটির অধিনায়ক থিসারা পেরেরা।