ঝড়ো হাফ সেঞ্চুরিতেও ঢাকাকে জেতাতে পারলেন না মিঠুন
জয়ের জন্য শেষ ওভারে ঢাকা ক্যাপিটালসের প্রয়োজন ছিল ১০ রান। উইকেটে ছিলেন ঝড়ো হাফ সেঞ্চুরি করা মোহাম্মদ মিঠুন এবং সাব্বির রহমান। প্রথম পাঁচ বলে মাত্র তিন রান মুস্তাফিজুর রহমান। সাব্বির রহমান শেষ বলে সাত রান লাগলে নেন কেবল দুই রান। রংপুর রাইডার্স ম্যাচটি জিতে পাঁচ রানে।