এই মাঠেই গ্রুপ পর্বের ৩টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এই বিশ্ব আসরকে সামনে রেখেই বৃহস্পতিবার আইসিসি ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একটি যৌথ পরিদর্শক দল ইডেন গার্ডেনস পরিদর্শন করে।
এ সময় মাঠের উইকেট ও আউটফিল্ড, করপোরেট বক্স, মিডিয়া ও দর্শকদের জন্য থাকা বিভিন্ন সুযোগ–সুবিধাসহ স্টেডিয়ামের সামগ্রিক অবকাঠামো খতিয়ে দেখা হয়। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) এক বিবৃতিতে জানায়, আইসিসির প্রতিনিধি দল ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনস, করপোরেট বক্সসহ স্টেডিয়ামের সব সুবিধা ঘুরে দেখেছেন। তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং একটি সফল বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
টি–টোয়েন্টি বিশ্বকাপে ইডেন গার্ডেনসে মোট পাঁচটি গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে উদ্বোধনী দিনই একটি ম্যাচ মাঠে গড়াবে কলকাতায়। পাশাপাশি এখানে একটি সুপার এইট ম্যাচ এবং একটি সেমিফাইনাল আয়োজনের সূচি রয়েছে। তবে পাকিস্তান সেমি ফাইনালে গেলে সেই ম্যাচ আয়োজন হবে না কলকাতায়।
কারণ পাকিস্তানের সব ম্যাচ আগেই শ্রীলঙ্কার কলম্বোতে নির্ধারিত। আইসিসির সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে ভারতে না গেলে অন্য কোনো দেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দেয়া হবে। সে ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে স্কটল্যান্ড। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।