জর্জি গত ডিসেম্বরে ভারতে হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার পর এখনও পুরোপুরি সেরে ওঠেননি। অন্যদিকে এসএ টোয়েন্টিতে একটি ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চিড় ধরায় ফেরেইরার বিশ্বকাপ খেলা হচ্ছে না। এদিকে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় প্রোটিয়ারা।
ডেভিড মিলার এখনও পুরোপুরি ফিট নন। সে কারণে পার্ল রয়্যালসের হয়ে জোবার্গ সুপার কিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচেও তিনি খেলবেন না। লুঙ্গি এনগিডি কোয়ালিফায়ারে সানরাইজার্স ইস্টার্ন কেপের বিপক্ষে মাত্র দুই ওভার বল করেছেন, আর ডেওয়াল্ড ব্রেভিস প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে হয়ে খেলার সময় আঙুলে চোট পেয়েছেন।
যদিও সেই ম্যাচে তিনি ৭৫ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। এদিকে ব্রেভিসের আঙুলের স্ক্যান করানোর কথা রয়েছে বৃহস্পতিবার। তাদের মধ্যে সবচেয়ে বেশি দুশ্চিন্তা বয়ে এনেছেন মিলারই। এসএ টোয়েন্টির গুরপ পর্বের শেষ ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
এর ফলে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না মিলার। বিশ্বকাপে যাওয়ার আগে মিলারের ফিটনেস যাচাই করা হবে। সেই পরীক্ষায় পাশ করলেই কেবল তার বিশ্বকাপ খেলতে পারবেন এই তারকা ব্যাটার। মিলার খেলতে না পারলে বিকল্প হিসেবে ভাবা হতে পারে রুবিন হারমানকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলে ডাক পাওয়া হারমানই একমাত্র খেলোয়াড়, যিনি বিশ্বকাপ স্কোয়াডে নেই কিন্তু ওই সিরিজে থাকছেন। এদিকে এখনও দলে জায়গা হয়নি ওটেনিল বার্টম্যানের। ধারণা করা হচ্ছে, এনগিডি ভারত ও শ্রীলঙ্কা সফরের আগেই ফিট হয়ে যাবেন।