২০২২ সালের নভেম্বর মাসে দায়িত্ব ইংল্যান্ড দলের নির্বাচক হিসেবে দায়িত্ব নেন রাইট। এই তিন বছরেই আইসিসির টুর্নামেন্টগুলোতে ইংল্যান্ড দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ২০২৩ ও ২০২৫ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে পারেনি ইংলিশরা।
এর বাইরে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। আর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি ফাইনালে উঠলেও ভারতের কাছ হেরে বাদ পড়ে যায় ইংলিশরা। এই ব্যর্থতার পেছনে অনেকেই দায়ী করেন রাইটকে।
অবশ্য সাবেক এই ইংলিশ ক্রিকেটার জানিয়েছেন পরিবারকে সময় দিতেই তিনি এই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। ইংল্যান্ডের নির্বাচক হিসেবে দলের সঙ্গে বিভিন্ন সফরে যেতে হয়। এমনকি দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হয়। এ কারণে পরিবার থেকে দীর্ঘ সময় দূরে থাকতে হয়েছে তাকে। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিদায় বেলায় রাইট বলেন, 'গত তিন বছর ইংল্যান্ড দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সত্যিই সম্মানের ও গর্বের। এই ভূমিকায় ব্যাপক ভ্রমণ এবং বাড়ির বাইরে দীর্ঘ সময় কাটাতে হয়। ছোট সন্তানদের নিয়ে পরিবারকে সময় দেওয়ার কথা ভেবে মনে হয়েছে, এখনই দায়িত্ব হস্তান্তরের সঠিক সময়। সামনে ক্রিকেটের সঙ্গে যুক্ত যেসব ভূমিকা আসতে পারে, সেগুলোর দিকে আমি আগ্রহ ও উদ্দীপনা নিয়ে তাকিয়ে আছি।'
এদিকে ইসিবির ব্যবস্থাপনা পরিচালক রব কি রাইটের অবদানের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন,
'লুকের সঙ্গে কাজ করতে আমি ভীষণ উপভোগ করেছি। ইংল্যান্ড ক্রিকেটে তার অবদান ছিল অসাধারণ। তার বিচারবুদ্ধির ওপর আমার আস্থা ছিল সর্বোচ্চ পর্যায়ের। তিনি এই ভূমিকায় কেবল একজন নির্বাচকের চেয়েও অনেক বেশি কিছু যোগ করেছেন। তাকে বিদায় দিতে হচ্ছে—এটা সত্যিই দুঃখের। ভবিষ্যতের জন্য লুক ও তার পরিবারের প্রতি আমার শুভকামনা রইল।'