এশিয়া কাপের সুপার ফোরের ভারতের বিপক্ষে ম্যাচে আগে নেটে ব্যাটিং অনুশীলনের সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন লিটন। ডানহাতি ব্যাটারকে খেলাতে ভারতের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করে টিম ম্যানেজমেন্ট। তবে মেডিকেল বিভাগের সবুজ সংকেত না পাওয়ায় ম্যাচটি খেলা হয়নি তাঁর। এমনকি সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও খেলতে পারেননি লিটন।
চোট গুরুতর হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে হওয়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না তিনি। চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফেরার কথা ছিল ডানহাতি উইকেটকিপার ব্যাটারের। তবে ঝুঁকি এড়াতে তাকে স্কোয়াডে রাখেননি নির্বাচকরা। তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষে পুরোপুরি সেরে ওঠায় টি-টোয়েন্টি সিরিজে ফিরেছেন তিনি।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে চট্টগ্রামে গেছেন লিটন। বাংলাদেশের অধিনায়কের ফেরার সিরিজে বাদ পড়েছেন সৌম্য ও সাইফউদ্দিন। লিটন চোটে পড়ায় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছিলেন সৌম্য। তবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতায় খেলতে যেতে পারেননি তিনি। যার ফলে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে খেলেছেন বাঁহাতি এই ওপেনার।
ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জাতীয় দলে ফিরলেও প্রত্যাশা মেটাতে পারছিলেন না সাইফউদ্দিন। পাশাপাশি নিয়মিত ম্যাচও পাচ্ছিলেন না তিনি। এশিয়া কাপে কেবলমাত্র ভারতের বিপক্ষে ম্যাচে সুযোগ পেয়েছিলেন। বোলিংয়ে ৩৭ রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট। আফগানিস্তান সিরিজে ১৫ রানে ৩ উইকেটও পেয়েছিলেন তৃতীয় টি-টোয়েন্টিতে। তবুও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাখা হয়নি তাকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ অক্টোবর। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ২৯ ও ৩১ অক্টোবর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বিরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড— লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।