লিটন-সাইফদের ব্যর্থতায় হেরে সিরিজ শুরু বাংলাদেশের
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান— ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি কেউই। মাঝে তাওহীদ হৃদয় খানিকটা চেষ্টা করলেও সেটা কাজে আসেনি। ৭৭ রানে ৬ উইকেট হারানোর পর ব্যাট হাতে ঝড় তোলার চেষ্টা করেন তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। তাদের দুজনের ২৩ বলে ৪০ রানের জুটিতে আশা জাগলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে বাংলাদেশকে। তাদের দুজনের ক্যামিও কেবল হারের ব্যবধান কমিয়েছে। প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরে সিরিজ শুরু করল স্বাগতিকরা।