সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টার্স
সেমি ফাইনালে ভারতকে ১৯৫ রানের লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ
এসিসি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমি ফাইনালে হাবিবুর রহমানের হাফ সেঞ্চুরি ও মেহরব হোসেনের ক্যামিওতে ভর করে ভারতকে ১৯৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। ভারতও ২০ ওভার শেষে ১৯৪ রান সংগ্রহ করে ফেলে। ফলে ম্যাচ টাই হয়ে যায়। সুপার ওভারে ২ বলে ২ উইকেট হারিয়ে অল আউট হয় ভারত। দুই বলে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান রিপন মন্ডল। ৩ বলেই বাংলাদেশ ম্যাচ জিতে নেয়। ফলে ফাইনালে জায়গা করে নেয়।

সুপার ওভারে ১ রানের লক্ষ্যে খেলতে নেমে ইয়াসির আলী অথেতুক বড় শট খেলতে গিয়ে সুয়াশ শর্মার বলে ডিপে সীমানার কাছে রামানদীপ সিংকে ক্যাচ দিয়ে আউট হন। পরের বল খেলতে উইকেটে আসেন আকবর আলী। তবে দ্বিতীয় বলটি ওয়াইড করেন সুয়াশ। ফলে বাংলাদেশ ম্যাচ জিতে নেয়।

এর আগে মূল ম্যাচে শেষ ৩ ওভারে ভারতের দরকার ছিল ৩৯ রান। আর হাতে ৪ উইকেট। ১৮তম ওভারে বোলিংয়ে আসেন আব্দুল গাফফার। সেই ওভার থেকে আসে ১০ রান। ১৯তম ওভারে বল হাতে তুলে নেন রিপন মন্ডল। তখন ১২ বলে ২১ রানের সমীকরণের সামনে। দ্বিতীয় বলেই নেহাল ওয়াদহেরার ক্যাচ ছাড়েন অধিনায়ক আকবর আলী।

পরের বলেই রিপন আউট করেন রামানদীপকে। ১১ বলে ১৭ রান করে ফেরেন এই ভারতীয় ব্যাটার। ডিপে জায়গায় দাঁড়িয়ে দারুণ ক্যাচ নিয়েছেন জিসান আলম। সেই ওভার থেকে ৫ রানের বেশি নিতে পারেনি ভারত। শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৬ রান। বল করতে আসেন রাকিবুল হাসান। সেই ওভারে ১৫ রান আসে। ফলে ম্যাচ টাই হয়ে যায়। শেষ বলে চার মারলেই জিতে যেত ভারত। সেই বলটি লং অনে ঠেকে এক রান নেন হার্শ দুবে। তবে বাংলাদেশ ওভার থ্রু করে আরও দুই রান খরচ করে। ফলে ম্যাচ টাই হয়ে যায়।

ওপেনিং জুটিতেই ভারত যোগ করে ৫৩ রান। ভৈবভ সূর্যবংশী আউট হন ১৫ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে। আরেক ওপেনার প্রিয়াংশ আরিয়া ২৩ বলে ৪৪ রান করেন। যদিও ব্যর্থ হয়েছেন নামান ধীর। তিনি ১২ বলে ৭ রান করে ফিরে যান। অধিনায়ক জিতেশ শর্মার ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৩ রান। পঞ্চম উইকেটে দলের হাল ধরেন নেহাল ওয়াদহেরা ও রামানদীপ সিং। তারা পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ২৬ রান। এরপর নেহাল ওয়াদহেরা ও দুবে মিলে ম্যাচ টাই করতে সক্ষম হন।

এই ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে আকবর আলীর দল। ওপেনিং জুটিতে সোহান ও জিসান আলম বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন। তারা ৪.২ ওভারেই তুলে নেন ৪৩ রান। এরপর জিসান আউট হয়েছেন ১৪ বলে ২৬ রান করে। এরপর দ্রুত আরও বেশ কিছু উইকেট হারায় তারা। তবে একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন সোহান। তিনি ৪৬ বলে ৬৫ রান করে আউট হয়ে যান।

তাকে সঙ্গ দিতে পারেননি জাওয়াদ আবরার, আকবর আলী ও আবু হায়দার রনিও। ব্যর্থ হয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনও। তবে সপ্তম উইকেটে মেহরব ও ইয়াসির যোগ করেন ৬৪ রান। আর তাতে ভর করেই বড় সংগ্রহ তুলে নেয় বাংলাদেশ। মেহরব ১৮ বলে ৪ রান করে অপরাজিত থাকেন। আর ৯ বলে ১৭ রান করেন ইয়াসির আলী। ভারতের হয়ে দুটি উইকেট নেন গুরজাপনিত সিং। একটি করে উইকেট পান হার্শ দুবে, সুয়াশ শর্মা, রামানদীপ সিং ও নামান ধীর।

আরো পড়ুন: এশিয়া কাপ রাইজিং স্টার্স