
নাহিদকে বিশ্রাম দেবেন কিনা এখনও নিশ্চিত নন আর্থার
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি… পাশাপাশি আছে ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ঘরোয়া ক্রিকেট। বর্তমান সময়ে অনেক বেশি চাপ ক্রিকেটারদের ওপর। বিশেষ করে পেসারদের এখন থাকতে হয় বাড়তিভাবে সতর্ক। সেই বাস্তুবতা মেনে নিয়েই খেলছেন নাহিদ রানা। তবে ইনজুরি এড়াতে রংপুর রাইডার্স নাহিদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক রাখছে কিনা সেটা নিয়েও আছে প্রশ্ন। এ নিয়ে মুখ খুলেছেন দলটির প্রধান কোচ মিকি আর্থার।