promotional_ad

হেলস কাণ্ডে তামিমের জরিমানা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ম্যাচ শেষে তর্কে জড়ান তামিম ইকবাল (বামে), ও অ্যালেক্স হেলস (ডানে), ক্রিকফ্রেঞ্জি
ম্যাচ জিততে শেষ ওভারে ২৬ রান প্রয়োজন ছিল রংপুর রাইডার্সের। মিডিয়াম পেসারের শেষ ওভারে সমান তিনটি করে ছক্কা ও চার মেরে রংপুরকে অবিশ্বাস্য এক জয় এনে দেন নুরুল হাসান সোহান। রংপুরের বিপক্ষে টানা হারে স্বাভাবিকভাবেই বিষণ্ণ ছিল ফরচুন বরিশালের ডাগ আউটে। ম্যাচ শেষে ড্রেসি রুমে ফেরার পথে হাত মেলাচ্ছিলেন দুই দলের ক্রিকেটাররা।

promotional_ad

এমন সময় হুট করেই রেগে গিয়ে তেড়ে যেতে দেখা যায় তামিম ইকবালকে। বরিশালের অধিনায়ককে সরিয়ে নেয়ার চেষ্টা করছিলেন রংপুরের শাহনিয়ান তানিম। পরের দৃশ্যগুলো দেখানো হয়নি টিভিতে। তবে যতটুুকু জানা গেছে, তামিমকে উদ্দেশ্য করে আপত্তিকর মুখভঙ্গি করেছিলেন অ্যালেক্স হেলস। 


ইংলিশ ক্রিকেটারের এমন মুখভঙ্গি দেখে তামিম বলেন, ‘এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’ হেলস কিছু একটা বলে উত্তর দিতেই রেগে যান তামিম। পরবর্তীতে দুই দলের ক্রিকেটার ও ম্যানেজমেন্টের সদস্যরা মিলে ঝামেলা মেটানোর চেষ্টা করেন। 


promotional_ad

সংবাদ সম্মেলনে এসে সোহান অবশ্য বিস্তারিত কিছু করতে পারেননি। পুরো ঘটনার বর্ণনা দিতে পারেননি বরিশালের নাফিস ইকবাল। তবে ম্যাচ শেষের এমন ঘটনা আমলে নিয়েছেন আম্পায়াররা। লেভেল- ওয়ানের আচরণবিধির ২.৬ অনুচ্ছেদ ভঙ্গ করায় তামিমকে সতর্ক করেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। সেই সঙ্গে বরিশালের অধিনায়কের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে।


ভিডিও ফুটেজ দেখেই তাকে নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ অফিসিয়ালসরা। তামিম অভিযোগ মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। বাংলাদেশের সাবেক অধিনায়কের শাস্তি হলেও ছাড় পেয়ে গেছেন হেলস। তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে শাস্তি দেননি ম্যাচ রেফারি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৯৮ রান তাড়ায় হেলস ফিরেছিলেন দ্রুতই। তবে তৌফিক খান তুষার, সাইফ হাসান, ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ রংপুরকে জয়ের আশা দেখান। তবে ২০১৭ সালের চ্যাম্পিয়নদের জয়ের নায়ক সোহান। মাত্র ৭ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন রংপুরের অধিনায়ক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball