promotional_ad

নাহিদকে বিশ্রাম দেবেন কিনা এখনও নিশ্চিত নন আর্থার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বল করছেন নাহিদ রানা, ক্রিকফ্রেঞ্জি
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি… পাশাপাশি আছে ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ঘরোয়া ক্রিকেট। বর্তমান সময়ে অনেক বেশি চাপ ক্রিকেটারদের ওপর। বিশেষ করে পেসারদের এখন থাকতে হয় বাড়তিভাবে সতর্ক। সেই বাস্তুবতা মেনে নিয়েই খেলছেন নাহিদ রানা। তবে ইনজুরি এড়াতে রংপুর রাইডার্স নাহিদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক রাখছে কিনা সেটা নিয়েও আছে প্রশ্ন। এ নিয়ে মুখ খুলেছেন দলটির প্রধান কোচ মিকি আর্থার।

promotional_ad

একজন খেলোয়াড়কে ঠিক কোন উপায়ে খেলানো হলে সেটা বাড়তি চাপ তৈরি করবে না– সেটিই হচ্ছে 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট'। গেল বছর, অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশের ক্রিকেটে বড় প্রাপ্তি গতিময় পেসার নাহিদ। তার 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট' নিয়ে ক্রিকেট মহলেও চলে প্রচুর আলোচনা।


রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান কদিন আগেই জানিয়েছিলেন, নাহিদকে আলাদাভাবে নজরে রাখছেন তারা। তরুণ এই পেসার যেন খেলতে গিয়ে ইনজুরিতে না পড়েন বা তার ওপর যেন ক্লান্তি ভর না করে সেক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টাই করছে রংপুর ফ্র্যাঞ্চাইজি।


নাহিদ কয়েকদিন আগে জানিয়েছিলেন রংপুরের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তার 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট' নিয়ে দিক নির্দেশনা দিয়েছে। তবে আর্থার অবশ্য নাহিদকে বিশ্রামে পাঠিয়ে দলের বোলিংয়ের ভারসাম্য নষ্ট করতে চান না।


promotional_ad

আর্থার বলেন, 'আমরা দেখব সামনে কী হয়। খেলোয়াড়দের বিশ্রাম দেয়া এবং খেলানোর ব্যাপারটি মজার। আন্ডারবোলিং (কম বোলিং) বা অভার বোলিংয়ের (বেশি বোলিং) ব্যাপারটিও। তার বয়স মাত্র ২৪। এখনই সে দারুণ। আমরা যদি তাকে বিশ্রাম দেয়ার সুযোগ পাই তাহলে দিবো। এখানে দাঁড়িয়ে বলা খুব কঠিন যে আমরা কাদের বিশ্রাম দিবো অথবা কাদের খেলাবো।'


'আমরা খুব ভালো একটি দল পেয়েছি, সেভাবেই সাজিয়েছি দলটি। আমাদের মাঝের ওভারগুলোতে দুইজন ফাস্ট বোলার আছে। আমাদের স্পিনাররাও ভালো পারফর্ম করছে। এই ধারা বজায় রাখাটাও জরুরি। আমরা তাকে বিশ্রাম দেই বা না দেই, না খেললে বুঝতে পারব না সে ক্লান্ত আছে নাকি নেই। আমরা দেখব পরের রাউন্ডে সব কীভাবে যায়।'


আসরে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে রংপুর। ছয়টি ম্যাচেই জয় ছিনিয়ে এনেছে নুরুল হাসান সোহানের দল। প্লে-অফের পথে রংপুর অনেকটা এগিয়ে গেলেও কোনো ম্যাচে ছাড় দিতে প্রস্তুত নন আর্থার। সামনের ম্যাচগুলোতেও দলকে জেতানোর চেষ্টা করবেন তিনি।


আর্থার আরও বলেন, 'আমি মনে করি এই লিগের মান খুবই ভালো। বিশেষ করে এই কন্ডিশনের মধ্যে এই টুর্নামেন্টে টিকে থাকা দারুণ ব্যাপার। আমার মনে হয় সব দলেই ম্যাচ উইনিং ক্রিকেটাররা আছে। যার কারণে সব ম্যাচই গুরুত্বপূর্ণ।'


'কন্ডিশন সাপেক্ষে আমাদের দলের গভীরতা আছে। ঢাকায় আমাদের তিনটি বড় ম্যাচ আছে। সেখানে আগে এতো শিশির ছিল না, কিন্তু এখন আরও বেশি শিশিরকণা। আমার মনে হয় দলের
সব খেলোয়াড়েরই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সামর্থ্য আছে এবং যা প্রয়োজন সেটা করার সামর্থ্যও আছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball