promotional_ad

এক হারে মোমেন্টাম হারিয়ে যায়নি, বলছেন নাসুম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গণমাধ্যমে কথা বলছেন নাসুম আহমেদ, ক্রিকফ্রেঞ্জি
ঢাকা ক্যাপিটালস এবং চিটাগং কিংসকে হারিয়ে এবারের বিপিএল শুরু করে খুলনা টাইগার্স। ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচ জিতে সিলেট গেলেও সেখানে প্রথম ম্যাচ খেলেই হারতে হলো খুলনাকে। যদিও এক হারে মোমেন্টাম নষ্ট হয়ে যায়নি বলে দাবি করেছেন নাসুম আহমেদ।

promotional_ad

বিপিএলে শুক্রবার দিনের প্রথম ম্যাচে দূর্বার রাজশাহীর বিপক্ষে ২৮ রানে হেরেছে খুলনা। ১৭৯ রানের লক্ষ্যে খেলতে নামলেও সেভাবে কিছুই করতে পারেননি খুলনার ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন আফিফ হোসেন।


এ ছাড়া নাইম শেখ ২৪, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাসুম ১৮ রান করে করেন। রাজশাহীর হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, সোহাগ গাজী এবং রায়ান বার্ল। এমন হারে খুব বেশি হতাশ নন নাসুম। সিলেটে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় তার দল।


নাসুম বলেন, ‘আসলে মোমেন্টাম হারায়ে যায় নাই। গতবার কিন্তু সিলেটে এসেও আমরা প্রথম ম্যাচ জিতেছিলাম। এমন হইতেই পারে, একদিন এমন হইতেই পারে। আমরা আহামরি কোনো খারাপ খেলিও নাই। ১৮০ রান তাড়া করার মত ছিল। আমরা মাঝে কিছু উইকেট হারানোতে শেষে সংগ্রাম করতে হয়েছে।’


promotional_ad

লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে'তে মাত্র ৩৪ রান তোলে খুলনা, হারায় দুই উইকেট। এরপর ১২ ওভারের মধ্যেও ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ম্যাচ হারের পেছনে এটাকেই অন্যতম কারণ হিসেবে দায়ী করছেন নাসুম।


তিনি আরও বলেন, ‘পাওয়ারপ্লের ৫ থেকে ১০-১২ ওভার পর্যন্ত আমরা একটু কম রান করেছি। সেখানে আমরা একটু পিছায়ে গিয়েছি। সেখানে রান কম হওয়াতে শেষে পারা যায়নি।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball